বাজেটের ১৮ শতাংশ ব্যয় হয় সামাজিক নিরাপত্তায়: মন্ত্রীপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক

মে ২৯, ২০২২, ০৪:০০ পিএম

বাজেটের ১৮ শতাংশ ব্যয় হয় সামাজিক নিরাপত্তায়: মন্ত্রীপরিষদ সচিব

দেশে মোট বাজেটের ১৮ শতাংশ অর্থ জাতীয় সামাজিক নিরাপত্তায় ব্যয় করা হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।  

শনিবার হবিগঞ্জের একটি রিসোর্টে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সচিব বলেন, সরকারের গুদামে সাধারণত ১৫ থেকে ১৬ লাখ মেট্রিক টন চাল মজুদ থাকে। কিন্তু এবার চালের মজুদ কমেছে। সরকার এই ঝুঁকি নিয়েছে অস্বচ্ছল মানুষের নিরাপত্তা বিবেচনায়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কর্মশালায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় বিভাগের সচিব মোহাম্মদ সামছুল আরেফিন। বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রাহাত আনোয়ার, ইউরোপিয় ইউনিয়নের প্রধান সমন্বয়ক মাউরিজিয়ান চিয়েন ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খালেদ হাসান।

Link copied!