এবার পাহাড় সমান সম্পদ হারিয়ে রেকর্ড গড়লেন ইলন মাস্ক

প্রযুক্তি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৩, ১২:২৫ এএম

এবার পাহাড় সমান সম্পদ হারিয়ে রেকর্ড গড়লেন ইলন মাস্ক

২০ হাজার কোটি ডলারের বেশি মূল্যের সম্পদের মালিক হয়ে ২০২১ সালের জানুয়ারিতে বিশ্বের শীর্ষ ধনীর স্বীকৃতি পেয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও মার্কিন গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক। অ্যামাজন প্রধান জেফ বেজোসের পর বিশ্বে ২০ হাজার কোটি ডলারের বেশি মূল্যের সম্পদের মালিক হয়ে রেকর্ড তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। এবার নতুন রেকর্ড গড়লেন ইলন মাস্ক। সম্প্রতি এক সূচকে দেখা যায়, বিপুল সম্পদ অর্জনকারী ইলন মাস্ক এবার নাম লিখিয়েছেন বিপুল সম্পদ হারানোর রেকর্ডে।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, এক বছরে ২০ হাজার কোটি ডলারের বেশি মূল্যের সম্পদ হারিয়েছেন ইলন মাস্ক। এ তালিকায় তিনি ছাড়া আর কেউ নেই।

২০২২ সালের অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মালিকানা কিনে নেন ইলন মাস্ক। টুইটার কেনার খরচ মেটাতে তাঁকে অনেক কিছু বিক্রি করতে হয়েছে। এ কারণে সম্পদের পরিমাণ কমতির পথে হাঁটতে শুরু করে।

ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালে টেসলার শেয়ারের দর কমেছে ৬৫ শতাংশ। তবে মাস্ক টেসলা নিয়ে দুশ্চিন্তাগুলো নাকচ করে দিয়েছেন। গত ১৬ ডিসেম্বর মাস্ক এক টুইটার পোস্টে লেখেন, ‘টেসলা যেকোনো সময়ের চেয়ে ভালো করছে। আমরা ফেডারেল রিজার্ভ নিয়ন্ত্রণ করি না। এটাই এখানকার সত্যিকারের সমস্যা।’

ইনডেক্সে দেখা গেছে, ২০২২ সালের শেষ দিকে টেসলার শেয়ারে ধস নামার পর ইলন মাস্কের সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। ২০২১ সালের ৪ নভেম্বর পর্যন্ত ৩৪ হাজার কোটি ডলার মূল্যের সম্পদ নিয়ে তিনি ছিলেন বিশ্বের শীর্ষ ধনী। গত মাসে তাঁকে টপকে শীর্ষ ধনীর স্থানটি দখল করেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট।

এদিকে টুইটার কার্যালয়ের ভাড়া ১ লাখ ৩৬ হাজার ২৫০ ডলার পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে গত মাসে দুটি চার্টার ফ্লাইটের ভাড়া পরিশোধে অস্বীকৃতি জানানোয় টুইটারের বিরুদ্ধে আরও একটি মামলা হয়।

সূত্র: এনডিটিভি

Link copied!