কম্পিউটারের গতি বাড়াবেন যেভাবে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৩, ০৫:১৪ পিএম

কম্পিউটারের গতি বাড়াবেন যেভাবে

দীর্ঘদিন ব্যবহারের কারণে কম্পিউটারের গতি ধীরে ধীরে কমে যায়। চাইলে যন্ত্রাংশ হালনাগাদের বদলে উইন্ডোজের সেটিংস পরিবর্তন করেও কম্পিউটারের গতি বাড়ানো যায়।

কম্পিউটারের গতি বাড়ানোর উপায়:

পুরোনো পিসির গতি বাড়াতে অনেকেই আলাদাভাবে এসএসডি কার্ড সংযুক্ত করেন। এসএসডি কার্ডযুক্ত পিসিতে অ্যাডোবি ফটোশপের মতো সফটওয়্যারও লোড হয় দ্রুত গতিতে। ধারণ ক্ষমতা ভেদে এসএসডি কার্ডের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ভাইরাস চেকম্যালওয়্যার ঠেকাতে উইন্ডোস অপারেটিং সিস্টেম চালিত পিসিতে বিল্ট-ইন ডিফেন্ডার থাকে।

থার্ড পার্টি অ্যাপ নামিয়েও ভাইরাস আছে কিনা তা জানা যায়। এমনই একটি থার্ড পার্টি অ্যাপ হলো ম্যালওয়্যারবিটস অ্যান্টি-ম্যালওয়্যার। এটা ফ্রিতেই অ্যান্টি-ম্যালওয়্যার প্রোটেকশন দেবে।

কম্পিউটারের গতি বাড়ানোর জন্য হার্ডডিস্ক থেকে অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা উচিত। এ জন্য হার্ডডিস্কে সরাসরি তথ্য মুছে ফেলার পাশাপাশি Disk Cleanup কাজে লাগিয়ে অস্থায়ী ফাইলগুলো মুছে ফেলতে হবে। এ জন্য স্টার্ট মেনু থেকে Disk Cleanup লিখে সার্চ করুন। এবার ডিস্ক ক্লিনআপের ওপর ক্লিক করলেই কম্পিউটারের অস্থায়ী ফাইল, অফলাইন ওয়েব পেজ, ইনস্টলার ফাইলের মতো অপ্রয়োজনীয় ফাইল ও তথ্য মুছে যাবে।

টিপস অ্যান্ড নোটিফিকেশন বন্ধ করা অসংখ্য অ্যাপ ইনস্টল করা মানেই অগণিতবার নোটিফিকেশন পাওয়া। নোটিফিকেশনগুলো অফ রাখতে সেটিংস অ্যাপে ক্লিক করতে হবে। এরপর সার্চ বারে গিয়ে চয়েজ হুইচ অ্যাপস শো নোটিফিবেশন লিখে টাইপ করতে হবে।

এরপর স্ক্রল করে দেখা যাবে কোন কোন অ্যাপ নোটিফিকেশন পাঠায়। নোটিফিকেশন অফ করতে অ্যাপের পাশে থাকা টগল বাটনটি অফ করতে হবে। এতে অসময়ে যখন তখন আর নোটিফিকেশন আসবে না। এসব পদ্ধতি মেনে চললে আপনার কম্পিউটারের গতি বাড়বে।

Link copied!