চীনের কৃত্রিম সূর্যে ১২ কোটি ডিগ্রি তাপমাত্রার রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৯, ২০২১, ০৪:৫৫ পিএম

চীনের কৃত্রিম সূর্যে ১২ কোটি ডিগ্রি তাপমাত্রার রেকর্ড

চীনের তৈরি ‘কৃত্রিম সূর্যে’ ১২ কোটি ডিগ্রি সেলসিয়াস প্লাজমা তাপমাত্রা অর্জিত হয়েছে। এই পরিমান তাপমাত্রা প্রায়  ১০১ সেকেন্ড পর্যন্ত স্থায়ীও হয়েছে।

শুক্রবার (২৮ মে) ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিক্স অব দ্য চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের (এএসআইপিপি) গবেষক এসব তথ্য জানান।

চীনের ‘দ্য এক্সিপেরিমেন্টাল অ্যাডভ্যান্সড সুপারকন্ডাক্টিং টোকামাক (ইস্ট) বা চাইনিস আর্টিফিশিয়াল সান’ নামক এই পরীক্ষায়  ২০ সেকেন্ডের জন্য ১৬ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপও উঠেছিল এর আগে।

এ পরীক্ষার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে সূর্যের মতোই নিউক্লিয়ার ফিউশন তৈরি করা। এ পরীক্ষায় অন্তত ৩০০ বিজ্ঞানী ও প্রকৌশলী অংশ নেন।

চাইনিজ একাডেমির অব সায়েন্সের পরিচালক সং ইউন্টাও জানান, চীনের পদার্থবিজ্ঞান এবং প্রকৌশল ক্ষেত্রে এটি একটি বিশাল অর্জন। এ সাফল্যের কারণে চীনে বিশ্বের প্রথম পারমাণবিক ফিউশন শক্তি কেন্দ্র নির্মাণ হবে।

২০০৬ সালে চীন পারমাণবিক ফিউশন চুল্লির কাজ শুরু করেছিল। ২০১৮ সালের নভেম্বরে ইস্ট ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস প্লাজমা তাপমাত্রা তৈরি করে। ২০২০ সালে সেই তাপমাত্রা ২০ সেকেন্ডের জন্য স্থায়ী হয়।

কৃত্রিম এ সূর্যের মাধ্যমে ভবিষ্যতে চীনের জ্বালানি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। তারা আশা করছে, এই উদ্ভাবন যন্ত্রটি ‘ক্লিন এনার্জি’ অর্থাৎ গ্রিনহাউস ব্যবহারের বিকল্প হিসেবে কাজ করবে। তবে ফিউশন এ প্রক্রিয়া অনেক ব্যয়বহুল ও কঠিন।

 

Link copied!