টুইটারে ব্লু টিকের জন্য ৮ ডলার ফি নেয়ার প্রকল্প বাতিল

প্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১২, ২০২২, ১১:১৮ পিএম

টুইটারে ব্লু টিকের জন্য ৮ ডলার ফি নেয়ার প্রকল্প বাতিল

৪৪ বিলিয়ন ডলারে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নিয়েই একের পর এক ধামাকা দিয়ে অনেকগুলো নতুন বিষয় নিয়ে এসেছিলেন ইলন মাস্ক। তার মধ্যে একটি হলো- টুইটারের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য প্রতি মাসে ৮ ডলার ফি দিতে হবে। কিন্তু স্বল্প সময়ের মধ্যেই বাতিল করতে হলো এ প্রকল্প। জানা যায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে ভুয়া আইডি খুলে ব্লু টিক নেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় এই প্রকল্প বাতিল করা হয়েছে। 

ব্লু টিকের জন্য ৮ ডলার ফি স্থগিতের বিষয়টির সঙ্গে যুক্ত এমন এক ব্যক্তির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, বিষয়টি গোপনীয় হওয়ায় টুইটারের ওই কর্মকর্তা নিজের নাম প্রকাশ করেননি। ওই প্রকল্প স্থগিত করায় নিয়মিত টুইটার ব্যবহার বাধাগ্রস্ত হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা আরও জানিয়েছেন, এখন থেকে কেবল হাই প্রোফাইল ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোকে ‘অফিশিয়াল’ ব্যাজ দেবে। এ ছড়া টুইটারের অনুমোদিত তালিকার ভিত্তিতে ব্যবসায় প্রতিষ্ঠান এবং প্রধান গণমাধ্যমগুলোর অ্যাকাউন্টে ‘গ্রে ব্যাজ’ ফিরিয়ে দেওয়া হবে।

টাকার বিনিময়ে অ্যাকাউন্ট ভেরিফাই করার অপশন চালু হওয়ার পর ভুয়া অ্যাকাউন্টের পরিমাণ বেড়ে গেছে অস্বাভাবিক হারে। এই নিয়মের সুযোগ নিয়ে অনেক ভুয়া অ্যাকাউন্ট তৈরি হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অ্যাকাউন্টের মতো ভুয়া অ্যাকাউন্টকে ব্লু ব্যাজ দেওয়ায় টুইটারকে ক্ষমা চাইতে বলেছে। অনেকে আবার টেসলাকে নিয়েও রসিকতা করেছে। এ কারণে ভেরিফাইড ভুয়া অ্যাকাউন্টগুলো নিয়ে বড় ধরনের ঝামেলার মধ্যে পড়েছে টুইটার।

টুইটার কেনার দেনদরবারের সময় বড় একটি ইস্যু ছিল ভুয়া অ্যাকাউন্ট। টুইটার থেকে সব ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছিলেন টুইটারের মালিক ও নতুন প্রধান নির্বাহী ইলন মাস্ক। সর্বশেষ শুক্রবারে টুইটার এক টুইটে ঘোষণা দিয়েছে যে, তাঁরা ভুয়া অ্যাকাউন্ট ঠেকাতে কিছু কিছু অ্যাকাউন্টকে ‘অফিসিয়াল’ বলে স্বীকৃতি দেবে।

সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

Link copied!