বাংলাদেশ থেকে ২৬ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৫, ২০২২, ১১:২৮ পিএম

বাংলাদেশ থেকে ২৬ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে সম্প্রতি বাংলাদেশ থেকে ২৬ লাখ ৩৬ হাজার ৩৭২টি ভিডিও মুছে ফেলেছে টিকটক কর্তৃপক্ষ। শুধু তাই নয়, গত বছরের ১ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে বিশ্বজুড়ে সাড়ে ৮ কোটি ভিডিও অপসারণ করেছে।

সম্প্রতি কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টিকটক। 

চীনভিত্তিক ভিডিও শেয়ারিং এই প্লাটফর্মটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের চেয়েও বেশি সময় ব্যয় করে থাকে প্ল্যাটফর্মে। এর বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটিরও বেশি।

বর্তমান বিশ্বের শীর্ষস্থানীয় এই শর্ট ভিডিও প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে বিশ্বব্যাপী ৮ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ২২২টি ভিডিও অপসারণ করা হয়েছে, যা টিকটকে এ সময়ের মধ্যে আপলোড করা ভিডিওর প্রায় ১ শতাংশ। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রায় ৯৪ দশমিক ১ শতাংশ ভিডিও কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলা হয়েছে,  কোনো ব্যবহারকারী রিপোর্ট করার আগেই সরানো সম্ভব হয়েছে ৯৫ দশমিক ২ শতাংশ এবং ৯০ দশমিক ১ শতাংশ ভিডিও কোনো ভিউ পাওয়ার আগে সরিয়ে ফেলা হয়েছে। 

এদিকে, টিকটক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আমরা বিশ্বাস করি, শ্রদ্ধা, দয়া ও সহনশীলতার ভিত্তিতে টিকটকে আমাদের কমিউনিটি গড়ে তোলা উচিত। আমাদের নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষকে ইতিবাচক ডিজিটাল সংযোগ তৈরিতে সহায়তার জন্য আমরা বদ্ধ পরিকর।

টিকটকের দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা চাই আমাদের ব্যবহারকারী নিজেদের মধ্যে সদাচার ও সম্প্রীতি বজায় রাখুক। মানুষকে নিরাপদ রাখার ক্ষেত্রে নিয়মের তো কোনো শেষ নেই। আমাদের সর্বশেষ প্রতিবেদন এবং প্রতিনিয়ত নিরাপত্তা ব্যবস্থার অগ্রগতি এটাই দেখায় যে, আমরা কমিউনিটির কল্যাণের প্রতি সদা প্রতিশ্রুতিবদ্ধ।’

Link copied!