যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রাজধানী ইন্ডিয়ানাপলিস থেকে ১ কোটি মার্কিন ডলার মূল্যের নকল রোলেক্স ঘড়ি জব্দ করেছেন মার্কিন কাস্টমস কর্মকর্তারা। এ ঘটনার পর নতুন করে প্রশ্ন জেগেছে বিলাশবহুল এ পণ্যটির মান নিয়ে। হংকং থেকে নিউইয়র্কের ব্রুকলিন যাচ্ছিলো চালানগুলো।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউএস কাস্টমস এন্ড বর্ডার প্রটেকশন-সিবিপির কর্মকর্তারা গত ২৭ এবং ২৯ এপ্রিল নকল রোলেক্স বোঝাই দুটি চালান আটক করে। ২৭ এপ্রিলের চালান থেকে ৩০০টি এবং ২৯ এপ্রিলের চালান থেকে ১৬০টি নকল রোলেক্স ঘড়ি কাস্টমস কর্মকর্তারা জব্দ করেন। কর্মকর্তারা জানিয়েছেন, ঘড়িগুলো আসল হলে দাম হতো ১ কোটি মার্কিন ডলারের মতো।
সিবিপির শিকাগো ফিল্ড অপারেশনের পরিচালক লুফন্ডে সাটিন বার্ক জানিয়েছেন, “ক্রেতারা সাধারণ রোলেক্সের মত ব্রান্ডের ঘড়িগুলো টেকসই এবং উন্নত মানের জন্যই কিনে থাকেন। তবে কিছু অসাধু ব্যবসায়ী ক্রেতাদের ঠকাতে নকল ঘড়ি আমদানী করছেন। এ ব্যাপারে কাস্টমস কর্তৃপক্ষ সচেতন রয়েছে।”