৭০৫ কোটি টাকা পাচার ৮ ই–কমার্স প্রতিষ্ঠানের

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৭, ২০২২, ০৫:২৪ পিএম

৭০৫ কোটি টাকা পাচার ৮ ই–কমার্স প্রতিষ্ঠানের

ই-কমার্সের নামে ৭০৫ কোটি টাকা পাচার করেছে আনন্দের বাজার, ই-অরেঞ্জ, ধামাকাসহ আটটি প্রতিষ্ঠান। তারা হুন্ডির মাধ্যমে এই টাকা বিদেশে পাচার করেছে বলে তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অর্থ পাচার আইনে করা মামলার তদন্তে এই তথ্য উঠে এসেছে। সবচেয়ে বেশি ৩০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে আনন্দের বাজার। অর্থ আত্মসাৎ করে কেউ কেউ আয়েশি জীবন যাপনও করেছেন।

বিশাল ছাড়ে মোটরসাইকেল, দামি ব্র্যান্ডের গাড়ি আর ইলেকট্রনিকস পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের থেকে কোটি কোটি টাকা তুলে নিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। সিআইডির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গ্রাহকের টাকা নিয়ে কেউ দেশে বসে, আবার কেউ বিদেশে পালিয়ে গিয়ে আয়েশি জীবন যাপন করেছেন।

সিআইডি সূত্র জানায়, গ্রাহকের টাকা নিয়ে পণ্য না দেওয়া ও টাকা বিদেশে পাচারের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় মামলা হয়। এসব মামলার মধ্যে অর্থ পাচার আইনে করা আটটি মামলার তদন্ত শেষ করেছে সিআইডি। এদের মধ্যে আনন্দের বাজার নামের ই-কমার্স প্রতিষ্ঠান ৩০০ কোটি, ই-অরেঞ্জ ২৩২ কোটি, ধামাকা ১১৬ কোটি, রিং আইডি ৩৭ কোটি ৪৯ লাখ, টোয়েন্টি ফোর টিকিট লিমিটেড ৪ কোটি ৪৪ লাখ, এসপিসি ওয়ার্ল্ড ১ কোটি ১৭ লাখ, সিরাজগঞ্জ শপ ৪ কোটি ৯ লাখ, আকাশনীল ডট কম ৩ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে তথ্য পাওয়া গেছে। এ ছাড়া দালাল ডট কম ও থলে ডট কমেরও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। তবে কত টাকা এই দুই প্রতিষ্ঠান পাচার করেছে, তা এখনো জানা যায়নি।

 

 

Link copied!