‘কল্পজগৎ’ তৈরিতে কর্মী নিচ্ছে ফেসবুক

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৪, ২০২১, ০৩:৩৯ এএম

‘কল্পজগৎ’ তৈরিতে কর্মী নিচ্ছে ফেসবুক

ভার্চুয়াল রিয়েলিটি ভিত্তিক কল্পজগৎ 'মেটাভার্স' তৈরির জন্য  ১০ হাজার কর্মী নিয়োগ দেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বিভিন্ন সৃজনশীল, সামাজিক এবং অর্থনৈতিক সুযোগ তৈরিতে কাজ করবে মেটাভার্স নামের নতুন প্রজন্মের এ প্রযুক্তি।

এ প্রকল্পের জন্য আগামী পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নে ১০ হাজার জনবল নিয়োগ করবে ফেসবুক। ধারণা করা হচ্ছে, মেটাভার্স কর্মযজ্ঞ শেষ হতে ১০ থেকে ১৫ বছর সময় লাগতে পারে।

গত জুন মাসের শেষের দিকে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ব্যবহারকারীদের কল্পজগতের অভিজ্ঞতা দিতে তার মেটাভার্স পরিকল্পনা সামনে আনেন। তিনি বলেন, এখন যে পদ্ধতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহূত হয়, এতে ব্যবহারকারীরা নিজেদের সঠিকভাবে উপস্থাপন করতে পারেন না। এজন্য ব্যবহারকারীদের যোগাযোগকে আরও বাস্তবধর্মী করতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছেন তিনি।

মেটাভার্স পরিকল্পনা বাস্তবায়নে গত সেপ্টেম্বরে পাঁচ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় ফেসবুক। মূলত বাজার ও দক্ষ জনবলের দিকটি বিবেচনা করে মেটাভার্স তৈরিতে ইউরোপের কর্মীদের প্রাধান্য দিচ্ছে প্রতিষ্ঠানটি। মেটাভার্স দুনিয়ায় ভার্চুয়ালি বিভিন্ন খেলা, কাজকর্ম এবং যোগাযোগের বাস্তব অভিজ্ঞতা উপভোগ করা যাবে।

সূত্র: সিএনএন।

Link copied!