কের্চ ব্রিজ বিস্ফোরণের ঘটনায় রাশিয়াতে গ্রেপ্তার আট

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১২, ২০২২, ১০:২৩ পিএম

কের্চ ব্রিজ বিস্ফোরণের ঘটনায় রাশিয়াতে গ্রেপ্তার আট

রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে ক্রিমিয়ান উপদ্বীপকে সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ কের্চ ব্রিজে গত শনিবার একটি ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটে। এই শক্তিশালী বিস্ফোরণের কারণে ব্রিজটির কিছু অংশ ধসে পড়ে। এই বিস্ফোরণে জড়িত সন্দেহে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) আট জনকে গ্রেপ্তার করেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বুধবার পাঁচ রাশিয়ান এবং ইউক্রেন ও আর্মেনিয়ার তিন নাগরিককে গ্রেপ্তার করেছে।

কের্চ সেতুতে বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরকগুলো প্লাস্টিকের ফিল্ম রোলে সংরক্ষণ করা হয়েছিল বলে জানিয়েছে এফএসবি। গত আগস্টে ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়েছিল এবং রাশিয়ায় প্রবেশের আগে বুলগেরিয়া, জর্জিয়া এবং আর্মেনিয়া হয়ে ট্রানজিট করেছিল এই বিস্ফোরকগুলো।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, আরও ১২ জনকে সহযোগী হিসাবেও চিহ্নিত করে তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এফএসবি এ হামলার আয়োজক হিসেবে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এবং এর পরিচালক কিরিলো বুদানভকে অভিযুক্ত করেছে। 

যদিও এই বিস্ফোরণকে ইউক্রেনের গোপনে সংগঠিত একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করেছে মস্কো।

এ দিকে ইউক্রেন আনুষ্ঠানিকভাবে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেনি, তবে ইউক্রেনের কিছু কর্মকর্তা ঘটনাটি উদযাপন করেছেন বলে জানা যায়।

অন্যদিকে রাশিয়ার তদন্তকে খারিজ করেছেন ইউক্রেনের একজন সিনিয়র কর্মকর্তা। স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র আন্দ্রি ইউসভকে উদ্ধৃত করে ইউক্রেনের পাবলিক ব্রডকাস্টার সাসপিলন বলেছে, এফএসবি এবং তদন্ত কমিটির পুরো কার্যক্রমই ফালতু। তাদের এই বিবৃতি পুতিন সরকারকে পরিবেশন করে তাই আমরা পরবর্তীতে আর মন্তব্য করব না।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৪ সালে রাশিয়ার অন্তর্ভুক্ত করার পরে ২০১৮ সালে ১৯ কিলোমিটারের এই সেতুটি উদ্বোধন করেছিলেন। ফেব্রুয়ারীতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ বাহিনীর রসদ সরবরাহ প্রধান পথ হিসেবে এই সেতু ব্যবহার হচ্ছে।

Link copied!