পুতিনের বিচার চান বিশ্বের ১৪০ জন আইনবিদ ও নেতা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৪, ২০২২, ০৯:৪২ এএম

পুতিনের বিচার চান বিশ্বের ১৪০ জন আইনবিদ ও নেতা

বিশ্বের ১৪০ জন খ্যাতনামা আইনবিদ ও সাবেক নেতা ‘ইউক্রেনে আগ্রাসনের অপরাধের বিচারের জন্য বিশেষ আদালত’ গঠনের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। ধারণাটি প্রথম লন্ডনের ফিলিপ স্যান্ডস অব ইউনিভার্সিটি কলেজ থেকে প্রস্তাব করা হয়। ইউক্রেনের প্রধান বিচারক এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, পুতিন ও তাঁর বাহিনী ইউক্রেনে যে যুদ্ধাপরাধ সংঘটিত করেছে, সেটার তথ্য-প্রমাণ তিনি জোগাড় করছেন।

জার্মানি ও পোল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও তাদের নিজেদের মতো করে তদন্ত শুরু করেছে। আন্তর্জাতিক আদালতে চিলির সাবেক স্বৈরশাসক অগাস্তো পিনোশের বিচার হয়েছিল। সেই উদাহরণ থেকে স্পেনের একজন ম্যাজিস্ট্রেট একটি মামলার খসড়া তৈরি করছেন, যাতে পুতিন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যায়।

এ ছাড়া ৩৯টি দেশের অনুরোধে সাড়া দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান বিচারক ইউক্রেনে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে। জাতিসংঘ মানবাধিকারবিষয়ক কাউন্সিলের অনুসন্ধান কমিশনের হাইকমিশনার মিশেল ব্যাচলেট ঘোষণা করেছেন, তাঁর সংস্থা মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের নথিপত্র সংগ্রহ করবে। এরই মধ্যে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত থেকে রাশিয়ার নিয়োগ করা প্রতিনিধি পদত্যাগ করেছেন। তিনি বলেছেন, ‘যথেষ্ট হয়েছে, আর নয়। চরম নিষ্ঠুর পন্থায় আইন লঙ্ঘন করছে, এমন একটি দেশের প্রতিনিধিত্ব করা আমার পক্ষে আর সম্ভব নয়।’

Link copied!