রাসায়নিক অস্ত্র ব্যবহারে রাশিয়াকে ন্যাটোর হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৪, ২০২২, ০৪:০৮ এএম

রাসায়নিক অস্ত্র ব্যবহারে রাশিয়াকে ন্যাটোর হুশিয়ারি

ইউক্রেনে চলমান যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে তা ‘সুদূরপ্রসারী পরিণতি’ ডেকে আনবে বলে রাশিয়ার বিরুদ্ধে হুশিয়ারি দিল উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট-ন্যাটো।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ এই হুশিয়ারি উচ্চারণ করেন।স্থানীয় সময় বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

স্টলেনবার্গ বলেন, রাসায়নিক অস্ত্রের যেকোনো ব্যবহার যুদ্ধের প্রকৃতিকেই পরিবর্তন করে দিবে। এটিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ জানান, যেকোনো রাসায়নিক এবং পারমাণবিক হুমকি মোকাবেলায় ইউক্রেনের জন্য অতিরিক্ত সহায়তা দেওয়ার বিষয়ে বৃহস্পতিবারের শীর্ষ সম্মেলনে ৩০ সদস্য বিশিষ্ট ন্যাটো জোট একমত হতে প্রস্তুত। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অংশগ্রহণ করবেন।

এদিকে, ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানোর ব্যাপারে ন্যাটোকে সতর্ক করেছে রাশিয়া। গত সপ্তাহে পোল্যান্ড জানিয়েছিল, ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ব্যাপারে প্রস্তাব তোলা হবে। এরই প্রতিক্রিয়ায় এমন সতর্কবার্তা দিল রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, ইউক্রেনে ন্যাটো পাঠানো হলে সেটি রাশিয়া এবং ট্রান্সআটলান্টিক সামরিক জোটকে সরাসরি সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি তারা বুঝতে পেরেছে যে তারা কী বিষয়ে কথা বলছে।

Link copied!