রবিবারে (০৭ নভেম্বর) আগে উঠছে না চলমান পরিবহন ধর্মঘট। সরকারের সঙ্গে সঙ্গে এ নিয়ে পরিবহন মালিক সমিতির আলোচনা হবে রবিবার। তারপরই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে পরিবহন মালিক সমিতি। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বলেছেন, রবিবার (০৭ অক্টোবর) বিআরটিএ’র ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক থেকে পরিবহন ধর্মঘটের বিষয়ে শান্তিপূর্ণ সমাধান আসতে পারে।
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। এনিয়ে রবিবার বিআরটিএ’র ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক থেকে পরিবহন ধর্মঘটের বিষয়ে শান্তিপূর্ণ সমাধান আসবে বলে আশা করছি’।
বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ গণমাধ্যমকে বলেন, ‘আমরা তো সারা দেশের মালিকদের বাইরে নই। আমরা সারা দেশের মালিকদের সেন্টিমেন্টের সঙ্গে ঐকমত্য পোষণ করি। মালিকদের নায্য দাবি সমাধান হওয়া উচিত বলে আমি মনে করি’।
তিনি বলেন, ‘সরকার বিষয়টি বুঝতে দেরি করছে, একারণে সমস্যা হচ্ছে। রবিবার বসলে পরে সবকিছু সচল হবে’। বৈঠকের আগে নির্দিষ্ট কোন মেসেজে ছাড়া ধর্মঘট প্রত্যাহার হবেনা বলে উল্লেখ করে তিনি বলেন, কোনো মেসেজ তো নেই। কোনো আলোচনা ছাড়া আমারা কীভাবে বলব’?
এর আগে, বুধবার (০৩ নভেম্বর) বুধবার রাতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের মূল্য ৬৫ টাকা থেকে বৃদ্ধি করে ৮০ টাকা করা হয়। আজ শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও লরিচালক-মালিকেরা গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।