‘নিরাপত্তার দায় এড়াতে কক্সবাজার সৈকতে নারীদের সংরক্ষিত জোন’

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২১, ০৪:০৪ এএম

‘নিরাপত্তার দায় এড়াতে কক্সবাজার সৈকতে নারীদের সংরক্ষিত জোন’

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে  নারী ও শিশুদের সুরক্ষায় ৬০০ ফুট দীর্ঘ আলাদা জোনের উদ্বোধন করেছে জেলা প্রশাসক। কিন্তু আন্তর্জাতিক পর্যটন স্থানে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থায় না থাকার ব্যর্থতায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় নেটিজেনরা। পর্যটকদের মতামত উপেক্ষা করেও সিদ্ধান্ত নেয়া হয় বলে জানায় তারা।

লেখক ও গণমাধ্যমকর্মী মুনমুন শারমিন শামস দ্য রিপোর্টকে ডট লাইভকে বলেন, জঘন্য একটি সিদ্ধান্ত। কক্সবাজারের মত আন্তর্জাতিক পর্যটন স্থানে সরকার বা প্রশাসনের কাছ থেকে নারীদের জন্যে সংরক্ষিত জায়গা রাখা হাস্যকর। অপরাধীকে ধরার চিন্তা না করে তারা নারী-পুরুষেকে আলাদা করতে বসছে। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ঢাকতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Sams

মুনমুন শারমিন শামস

বিদেশী পর্যটকরাও লাঞ্চিত হয় উল্লেখ করে তিনি বলেন, কিছুদিন আগে একজন বিদেশী ট্যুরিস্টকেও লাঞ্চিত করা হইছে ।এমনিতেও কক্সবাজার খুব একটা ভাল জায়গা না সেখানে ইয়াবা চোরাকারবারির রাজত্ব। ওদের ব্যর্থতা ঢাকতে এইসকল হাস্যকর সিদ্ধান্ত নেয়া হইছে।

তিনি আরও বলেন, আমার বৃদ্ধ বাবা মাকে নিয়ে ঘুরতে গিয়ে দুইজনকে দুই জায়গায় রাইখা দৌড়াদৌড়ি করবো? সমুদ্রে মানুষ ঘুরতে যায়, ঘুরতে গিয়া কি আলাদা আলাদা থাকবে কেউ। এইগুলা কাজ করবে না। 

দায় এড়ানোর কৌশল

পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট আমরাই পারির নির্বাহী পরিচালক জিনাত আরা হক দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, একটা সমুদ্র সৈকত সংরক্ষিত রাখা হচ্ছে। একটা সুস্থ স্বাভাবিক চিন্তার মানুষ এইটা নিতে পারে না। তার মানে কি, আমাদের পুরুষেরা এতোই খারাপ যে তাদের জন্যে নারীরা ঘুরতেই যেতে পারবে না। নারীর নিরাপত্তাটা দিতে পারছে না এই দায়টা কার? এইটা আসলে একটা দায় এড়ানোর কৌশল। যারা অপরাধ করে তাদের ধরতে না পেরে নারীদের বন্দি করে দাও। 

নিরাপত্তার বদলে অবরুদ্ধ

স্পেস- এ ফাউন্ডেশন ফর পিস এন্ড কেয়ার, সম্পাদক মোশফেক আরা শিমুল দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, যেখানে ঐ জায়গাটা নারীদের জন্যে আরও নিরাপদ রাখার সিদ্ধান্ত নেয়ার কথা সেখানে নারীকে আরও অবরুদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হলো। এইটা সংবিধান অবমাননার শামিল। বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের স্বীকৃতি দেয়া হয়েছে৷ নারীর জন্যে সংরক্ষিত পর্যটন মানে আপনাকে চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয়া হয়েছে লিঙ্গ বৈষম্যের বিষয়টি।

Link copied!