রাশিয়ার দখলে ইউক্রেনের আন্তোনোভ বিমানবন্দর

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২২, ১০:০৮ পিএম

রাশিয়ার দখলে ইউক্রেনের আন্তোনোভ বিমানবন্দর

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১৫ মাইল দূরে অবস্থিত আন্তোনোভ আন্তর্জাতিক বিমানবন্দর দখলের দাবি করেছে রাশিয়ার বিমানবাহিনীর সদস্যরা।বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম সিএনএনের এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে রাশিয়ার এই দাবির জবাবে ইউক্রেন সরকার এখনও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। 

আরও পড়তে পারেন: ইউক্রেনের উত্তর ও দক্ষিণ অঞ্চলে রুশ সেনাদের প্রবেশ

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ১১টি বিমান ঘাঁটিসহ ৭৪টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে রাশিয়ার সেনাবাহিনী। পাইলটের ত্রুটির কারণে তাদের একটি জেট বিমান হারিয়ে গেছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার পর ইউক্রেনের কয়েকটি শহরে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত উভয় দেশের প্রায় ১০০ জন নিহত হয়েছে।

আরও পড়তে পারেন: ইউক্রেনের বিপদে পাশে থাকছে না পশ্চিমারা

স্থানীয় সময় বুধবার রাতে ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে হামলা শুরু করে রুশ সেনারা।

ইউক্রেন বলছে, তিন দিকের সীমান্ত দিয়ে তাদের দেশে হামলা চালানো হয়েছে। রাশিয়া, বেলারুশ এবং ক্রিমিয়া সীমান্ত দিয়ে ইউক্রেনে হামলা চালানো হয়।

ইউক্রেন জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ান ফেডারেশন এবং বেলারুশপন্থি রুশ সৈন্যরা হামলা চালায়।

ইউক্রেনের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় লুহানস্ক, সামি, খারকিভ, ছেরনিহিভ এবং ঝিতোমির অঞ্চলে হামলা চলছে। কামান, ভারী সরঞ্জাম এবং ছোট অস্ত্র ব্যবহার করে সীমান্ত ইউনিট, সীমান্ত টহল এবং চেকপয়েন্টগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। 

Link copied!