আরব আমিরাত গেলেন টাইগাররা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২২, ০৮:৩০ পিএম

আরব আমিরাত গেলেন টাইগাররা

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বিকেলে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজে ভালো করতে পারলে আগামী মাসে নিউজিল্যান্ড সফর ও অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া বিশ^কাপে বাংলাদেশ দল বাড়তি আত্মবিশ্বাস পাবে বলে জানালেন এ সফরে টাইগারদের অধিনায়ক নুরুল হাসান সোহান। দেশ ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কথা বলেন সোহান।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল সন্ধ্যায় ১৮ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ।

দলে নেই টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। বর্তমানে ক্যারিবীয়ান সুপার লিগে (সিপিএল) খেলছেন তিনি। সাকিবের  অনুপুস্থিতিতে আরব আমিরাতের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন সোহান।

আরব আমিরাতের বিপক্ষে সিরিজটি গুরুত্বসহকারে দেখছেন সোহান।  এই সিরিজটি দলকে আত্মবিশ^াস দিবে বলে জানান তিনি, ‘বাংলাদেশের হয়ে ম্যাচ খেলা অনেক গর্বের ব্যাপার। আমার মনে হয় বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতি হবে। আমরা যদি জিতে আসতে পারি তাহলে, এই আত্মবিশ্বাসটা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপে কাজে দিবে।’

Link copied!