প্রথম রাউন্ড থেকে বাদ গেলেও ৯ মিলিয়ন মার্কিন ডলার!

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১২, ২০২২, ০৬:২৪ পিএম

প্রথম রাউন্ড থেকে বাদ গেলেও ৯ মিলিয়ন মার্কিন ডলার!

আর মাত্র দুই মাস পর কাতারে পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত ফিফা বিশ্বকাপ ফুটবলের। আয়োজক হিসেবে কাতার দায়িত্ব পাওয়ার পর থেকেই এই বিশ্বকাপ নিয়ে সবার মধ্যে ছিল আলোচনা। প্রায় দুই দশক পর এশিয়া মহাদেশে বসেছে ফিফা বিশ্বকাপের আসর।

মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান এই দেশটিতে ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ট্রফিটি জয় করে নিতে লড়বে ৩২টি দল। নিজের দেশে হয়ে খেলে এই ট্রফি জিতে নেয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামবে সবাই। এই মাঠে নামার পুরস্কার হিসেবে প্রতি টিমেই ফুটবলাররা পাবেন দারুণ প্রাইজমানি। এই জমকালো আয়োজনে সবার নজর থাকে প্রাইজমানির দিকেই। কে পাচ্ছে কত?!

চ্যাম্পিয়ন থেকে প্রথম রাউন্ডেই বাড়ি ফেরা দল- কাউকেই খালি হাতে ফেরায় না ফিফা কর্তৃপক্ষ। বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলই প্রস্তুতির জন্য পাবে দেড় মিলিয়ন মার্কিন ডলার। কাতার বিশ্বকাপে সব মিলিয়ে ৪৪০ মিলিয়ন ডলার প্রাইজমানির ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে ফিফা।

কাতার বিশ্বকাপে যে দলের দখলে আসবে চ্যাম্পিয়ন কাপ, তারা প্রাইজমানি হিসেবে পাবে ৪২ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২৬ কোটি টাকারও বেশি।

চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে হেরে গেলেও ৩০ মিলিয়ন ডলার পাবেন রানার্সআপ দলটি। তৃতীয় হলে মিলবে ২৭ মিলিয়ন ডলার আর চতুর্থ হলে ২৫ মিলিয়ন ডলার।

এ ছাড়া কোয়ার্টার ফাইনাল খেলা অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম হওয়া দল প্রত্যেকে পাবে ১৭ মিলিয়ন ডলার।

আর যেসব দল প্রথম রাউন্ডের বৈতরণী পেরিয়ে নকআউট পর্বে পা রাখবে, তারা প্রত্যেকের ঝুলিতে যাবে ১৩ মিলিয়ন মার্কিন ডলার।

গ্রুপপর্বের বৈতরণী পেরিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিতে ব্যর্থ হয়ে ঘরে ফিরতে হবে যাদের, তারাও কিন্তু ফিরছেন না খালি হাতে! প্রতিটি দলই নিজ দেশের হয়ে নিয়ে যাবেন ৯ মিলিয়ন মার্কিন ডলার।

আগামী ২০ নভেম্বর স্বাগতিক কাতার এবং ইকুয়েডরের মধ্যকার ম্যাচের মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরের বাঁশি বেজে উঠবে। পরবর্তীতে ১৮ ডিসেম্বরের অনুষ্ঠিতব্য ফাইনালের মাধ্যমে কাতার বিশ্বকাপের পর্দা নামবে।

Link copied!