অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে বাঁচলেন মেসি ডি-মারিয়ারা

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২২, ০২:১৯ এএম

অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে বাঁচলেন মেসি ডি-মারিয়ারা

কাতার বিশ্বকাপ জয় করে বীরের বেশে মঙ্গলবার দেশে ফিরেছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের খেলোয়াড়েরা। কাতারের রাজধানী দোহা থেকে লাখো জনতার উপস্থিতিতে রাজধানী বুয়েনস আয়ার্সে পৌঁছান মেসি-ডি মারিয়ারা। স্থানীয় সময় রাত ২.২০ মিনিটে এজেইজার মিনিস্ট্রো পিস্তারিনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিশ্বকাপজয়ীদের বহন করা বিশেষ বিমান।

ভিডিও ও ছবিতে দেখা যায়, সবার আগে সোনালি শিরোপা উঁচিয়ে বিমান থেকে বেরিয়ে আসেন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি। তার পাশে ছিলেন কোচ লিওনেল স্কালোনি। এরপর ভক্ত-সমর্থকদের হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন তারা।

[youtube-video]https://www.youtube.com/watch?v=NoChwLOygW4[/youtube-video]

কাতার বিশ্বকাপ ট্রফি পাওয়ার পর থেকে অধীর আগ্রগে জাতীয় বীরদের ফেরার অপেক্ষায় ছিল আর্জেন্টিনা। মেসিদের স্বাগত জানাতে এবং বিশ্বকাপ ট্রফি এক ঝলক দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিল দেশবাসী। মেসি-ডি মারিয়াদের প্রাণঢালা স্বাগত আর অভিনন্দন জানাতে  ফুটবল ভক্তদের ভিড় জমেছে দেশটির রাজধানী বুয়েনস আয়ার্সে। জয় উদযাপন করতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। আর্জেন্টিনার রাজধানী দেখলে মনে হবে পুরো শহরটাই যেন জনসমুদ্র।

সোমবার রাতে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আর্জেন্টিনার উদ্দেশে রওনা দেন মেসিরা। রাষ্ট্রীয় বিমানে করে কাতার থেকে আর্জেন্টাইন ফুটবলারদের দেশে ফিরিয়েছেন দেশটির সরকার। যাত্রাপথে ইতালির রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দরে দেড় ঘণ্টার যাত্রাবিরতি ছিল। এদিকে দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সের এয়ারপোর্টে মেসিদের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়। পরে ছাদখোলা বাসে করে খেলোয়াড়দের নিয়ে যাওয়া হয়।

ওখানেই দুর্ঘটনার মুখে পড়তে যাচ্ছিলেন মেসি, ডি মারিয়া ও ডি পলসহ পাঁচ ফুটবলার। ছাদখোলা বাসের ব্যবস্থা করা হলেও রাস্তার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। নেওয়া হয়নি ঠিকঠাক প্রস্তুতি। বাসের ছাদে পা ঝুলিয়ে বসে ছিলেন পাঁচ ফুটবলার। 

হঠাৎ করে তাদের সামনে চলে আসে মোটা একটি ঝুলন্ত কেবল বা তার। ওই তারে কভার লাগানো থাকলেও তা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার শঙ্কা ছিল। এছাড়া ওই তারে মেসিদের মাথা বেধে নিয়ন্ত্রণ হারিয়ে দ্বীতল বাস থেকে পড়েও যাওয়ার শঙ্কা ছিল। কিন্তু মেসিরা সতর্ক থাকায় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন।

টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হুট করে যখন মোট ওই তার সামনে চলে আসে তখন মেসি-ডি পলরা মাথা নিচু করে ফেলেন। যে কারণে তারা ওই দুর্ঘটনা থেকে বেঁচে যান।

Link copied!