কাতার বিশ্বকাপ: কেন আবার ফাইনাল ম্যাচ খেলার দাবি উঠেছে?

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২২, ১২:১৫ এএম

কাতার বিশ্বকাপ: কেন আবার ফাইনাল ম্যাচ খেলার দাবি উঠেছে?

বিশ্বকাপের সোনালী শিরোপা উঠেছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির হাতে।বিশ্বকাপ নিয়ে স্বদেশেও গেছেন তিনি।তবে তবু এই বাস্তবতা মানতে রাজি নন অনেকেই। ফুটবল বিশ্বকাপের ফাইনাল তাই আবার অনুষ্ঠানের এক অনলাইন পিটিশনে সই করেছেন প্রায় দুই লাখ মানুষ।

ফাইনাল পুনঃঅনুষ্ঠানের এই পিটিশনটি খোলা হয়েছে ফরাসী ওয়েবসাইট 'মেসওপিনিয়নস'এ।তারপরই সামাজিকযোগােযাগ মাধ্যমে সরব হয়েছেন ব্রাজিল সমর্থকরা। প্রশ্ন তুলছেন আর্জেন্টিনা ফ্রান্সের ফাইনাল নিয়ে?

ফাইনালে আর্জেন্টিনার তৃতীয় গোলটি বাতিল হওয়া উচিত ছিল বলে দাবি করেছে ফরাসি  গণমাধ্যম। কারণ হিসেবে তারা দেখিয়েছে, মেসির শট গোলপোস্টে ঢুকার আগেই আর্জেন্টিনার বদলি খেলোয়াড়েরা মাঠের ভেতর ঢুকে গিয়েছিলেন। এ বিতর্কের জেরে সংবাদ সম্মেলনে কথা বলতে হয়েছে ফাইনালের পোলিশ রেফারি সিমন মার্চিনিয়াককে।

মেসির তৃতীয় গোলের সময়ের ছবি দেখানো হয়, এবং এটি বাতিল হওয়া উচিত ছিলো কিনা এ নিয়ে প্রশ করেন ফরাসি সাংবাদিকরা। মার্চিনিয়াকের পালটা আরেকটি ছবি দেখিয়ে সেই প্রশ্নের উত্তর দেন।

ফিফার নিয়মানুযায়ী, বল খেলার মধ্যে থাকা অবস্থায় বেঞ্চের কোনো খেলোয়াড় মাঠে প্রবেশ করতে পারবেন না। কিন্তু ফাইনালে আর্জেন্টিনার তৃতীয় গোল নিশ্চিত হওয়ার আগেই বদলি খেলোয়াড়দের মাঠে ঢুকে পড়তে দেখা যায়।

রেফারি সিমন মার্চিনিয়াককে সেই গোলের সময়ের ছবি দেখিয়ে প্রশ্ন করা হলে মার্চিয়াক নিজের ফোন বের করেন। সেখানে তিনি ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপ্পের করা তৃতীয় গোলের সময়ের একটি ছবি দেখান। যেখানে দেখা যাচ্ছে, এমবাপ্পের শট জালে ঢুকার আগেই ফ্রান্সের বেঞ্চের খেলোয়াড়েরা মাঠের ভেতর ঢুকে গেছেন।

টাইব্রেকার নতুন করে আয়োজনের দাবিতে ফরাসিরা সইও সংগ্রহ করেছে। প্রায় দুই লাখ মানুষ নিজেদের একাত্মতা জানিয়েছেন এই দাবির সঙ্গে। আর্জেন্টাইনরাই বা বসে থাকবে কেন! উল্টো ফরাসিদের কান্না থামানোর জন্য সই সংগ্রহ করে তারাও যে কম যান না, সেটিই যেন দেখিয়ে দিলেন আর্জেন্টিনার জনগণ। 

ফ্রান্স সমর্থকদের দাবিকে যুক্তিহীন এবং হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইনরা। তাদেরকে কান্না থামিয়ে আর্জেন্টিনাকে যোগ্য বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানান আলবিসেলেস্তে সমর্থকেরা।

টাইব্রেকার পুনরায় আয়োজনের দাবিতে অনলাইনে একটি সই নেওয়ার সাইট খুলেছে ফরাসিরা, সেখানে ২ লাখ ৪০ হাজার ফরাসি নিজেদের সই জমা দেন। এর জবাবে আর্জেন্টাইনরাও আরেকটি সাইট খুলে, সেখানে মাত্র কয়েক ঘন্টায় ৬ লাখ সই জমা পড়ে।

আর্জেন্টিনার একজন সমর্থক বিদ্রূপ করে লিখেন, 'এমবাপ্পে না থাকলে ফ্রান্স টাইব্রেকার পর্যন্ত যেতোই না।'

Link copied!