বিশ্বকাপ নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনা চলছে। বাংলাদেশও এর থেকে মোটেও পিছিয়ে নেই বরং বিশ্বকাপের দলগুলোর নিয়ে উন্মাদনা তা বাংলাদেশের সব জায়গায়ই দেখা যায়। এ দেশের সমর্থকদের কথা ছড়িয়ে গিয়েছে বিশ্বেও। সমর্থনের সাথে আবেগের বিষয়টি পুরোপুরি জড়িত। আর তাই তো প্রিয় দল হেরে গেলে আবেগের বশে সমর্থকরা অনেক কিছুই করে ফেলেন। তারই একটি নিদর্শন দেখালেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের পানিমাছকুটি গ্রামের ঈমান আলী।
কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এই হার দেখে সমর্থকদের মন ভেঙে গেছে। ব্রাজিলের সমর্থক ঈমান আলীর মন এতটাই ভেঙেছে যে তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নেন। তাও আবার যেন তেনভাবে নয়, দুধ দিয়ে গোসল করে ব্রাজিলকে ত্যাগ করে আর্জেন্টিনা দলকে সমর্থনের ঘোষণা দিয়েছেন তিনি।
দুধ দিয়ে গোসল করে এখন থেকে ফুটবল খেলায় আর্জেন্টিনা দলকে সমর্থন নিয়ে ঈমান আলীর ঘোষণা সংক্রান্ত ১ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ফুলবাড়ী উপজেলার পানিমাছকুটি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ফুলবাড়ী ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।
আর্জেন্টিনার সমর্থক দলে কেন যোগ দিলেন জানতে চাইলে ঈমান জানান, ছোটবেলা থেকে ব্রাজিলের বড় ভক্ত ছিলাম। সব সময় দলটির জন্য অনেকের সঙ্গে তর্ক করতাম। কিন্তু ক্রোয়েশিয়ার মতো দলের কাছে হেরে যাবে ব্রাজিল, এটা আমি ভাবতে পারিনি। দুর্দান্ত গোল করেও ব্রাজিলকে সেমিফাইনালে তুলতে পারলেন না নেইমার। আর মেসির দল আর্জেন্টিনা সেই ক্রোয়েশিয়াকে তিন গোলে হারিয়ে দিলো। এসব দেখে আমি আর্জেন্টিনার ফ্যান হয়ে যাই। আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক থাকব।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বালতিতে রাখা দুধ থেকে একটি বদনায় করে ঈমান আলীর মাথায় ঢালছেন স্থানীয় আর্জেন্টিনার সমর্থক মাসুদ রানা।
মাসুদ জানান, ‘ঈমান আলী ব্রাজিলের সমর্থক ছিল। কিন্তু ক্রোয়েশিয়ার সাথে ব্রাজিলের হারের পর সে মনোবল হারিয়ে ফেলে। যে ক্রোয়েশিয়া ব্রাজিলকে হারিয়েছে, সেই ক্রোয়েশিয়া ৩ গোলে হেরেছে আর্জেন্টিনার কাছে। এ কারণে ঈমান আলী আর্জেন্টিনা দলকে ভালোবেসে এই দলে যুক্ত হয়েছে।
ফুলবাড়ী উপজেলার আর্জেন্টিনার সমর্থক বিপুল বলেন, আর্জেন্টিনা একটি সেরা দল, সেই বোধোদয় ঈমান আলীর মাঝে জন্মেছে, সে জন্য তাকে শুভেচ্ছা জানাই।