ডিসেম্বর ১৩, ২০২২, ০৮:৫৩ পিএম
বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার (১৪ ডিসেম্বর) মরক্কোর বিরুদ্ধে খেলতে নামছে ফ্রান্স। হট ফেভারিট দলটির চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এমন ফর্মে থাকা অবস্থায় ফ্রান্সের ফুটবল সংস্থায় লেগে গিয়েছে ডামাডোল। যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট নোয়েল লে গ্রায়েটের বিরুদ্ধে।
এতে করে ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশমের কোচের দায়িত্ব হারানোর শঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে তাঁর জায়গায় জিনেদিন জিদানকে দায়িত্ব দেয়ার ভাবনা শুরু হয়েছে।
লে গ্রায়েটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন ফ্রান্সের ক্রীড়া মন্ত্রী অ্যামিলি ওডি-কাস্তেরা। এই তদন্তই নির্ধারণ করবে দেশমের ভবিষ্যৎ।
এদিকে দলকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলা দেশমের চাকরি নিয়ে খুব একটা চিন্তা নেই। তবে স্পেনের এক সংবাদপত্র জানিয়েছে, যদি ফ্রান্স বিশ্বকাপ জিততে না পারে, তা হলে দেশমের ভবিষ্যৎ অনিশ্চিত। জিদানকে নাকি তৈরি থাকতে বলা হয়েছে।
যে সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, সেই ‘সো ফুট’ ম্যাগাজিনের বিরুদ্ধে মামলা করছে ফরাসি ফুটবল সংস্থা। সেপ্টেম্বরে একটি প্রতিবেদনে ওই ম্যাগাজিন জানিয়েছিল যে, সংস্থার মহিলা কর্মীদের উপর শারীরিক নির্যাতন করেছেন লে গ্রায়েট। সংস্থার বিভিন্ন মহিলা কর্মীদের বক্তব্য প্রকাশ করা হলেও কারও নাম নেওয়া হয়নি। তবে বলা হয়েছে, লে গ্রায়েট মহিলা কর্মীদের আপত্তিকর বার্তা পাঠাতেন। তাঁর কাজকর্মের ধরন মোটেই ভালো ছিল না।
দেশম অবশ্য চাকরি নিয়ে ভাবছেন না। মরক্কো ম্যাচের আগেই তিনি বলেছেন, “সব কাজেরই একটা মেয়াদ থাকে। প্রেসিডেন্ট যে লক্ষ্য স্থির করে দিয়েছেন সেটা পূর্ণ করাই আমাদের কাজ। তিনি খুশি। আমার বিশ্বাস, আরও অনেকে খুশি। দলকে শেষ চারে নিয়ে যেতে পেরে আমিও খুশি। এখন বুধবারের ম্যাচ নিয়েই শুধু ভাবছি।”