২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষার জন্য মোট ৮১ হাজার ৪৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিকেলে জাতীয় সংসদ ভবনে আসন্ন বাজেট পেশকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ তথ্য দেন।
শিক্ষাখাতে প্রস্তাবিত বাজেট বরাদ্দ চলতি অর্থবছর থেকে ৯ হাজার ৪শ ৯৫ কোটি টাকা বেশি। গত অর্থবছরে এ খাতে বাজেট ছিলো ৭১ হাজার ৯শ ৫৪ কোটি টাকা।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, ২০৩১ সালের মধ্যে সকলকে উচ্চ মাধ্যমিকের আওতায় আনতে কাজ করে যাচ্ছে সরকার। নিরক্ষরতা দূরীকরণসহ সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, প্রাথমিক শিক্ষার ‘প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১’ এর অধীনে সরকারি খাতকে অধিকতর শক্তিশালী করার পাশাপাশি ২০৩১ সালের মধ্যে প্রতিটি শিক্ষার্থীর জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা নিশ্চিতে সরকার কাজ করছে। অর্থমন্ত্রী জানান, পিছিয়ে পড়া ও দুর্গম এলাকার শিশু ও স্কুলের বাইরে থাকা শিশুদের শিক্ষার আওতায় আনার জন্য যথাযথ নীতিমালা তৈরি করা হয়েছে।