বিপ্লবের পদত্যাগে দুঃখে কাতর তাঁর বাংলাদেশি কাকা!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৪, ২০২২, ০৭:৩২ পিএম

বিপ্লবের পদত্যাগে দুঃখে কাতর তাঁর বাংলাদেশি কাকা!

খবর আসতে বেশি দেরি হয়নি।ভারতে আর তেমন পাওয়ার থাকল না এটাই আ়ক্ষেপ প্রাণধন দেবের। এতদিন পাড়া প্রতিবেশি এমনকি বাংলাদেশের রাজনৈতিক মহলে একটা প্রভাব তৈরি হয়েছিল তা হঠাৎ মিলিয়ে গেল। ভাইপো আর ত্রিপুরার মুখ্যমন্ত্রী নেই। তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

আরও পড়তে পারেন: কেন্দ্রের নির্দেশেই ত্রিপুরার মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেন বিপ্লব দেব!

ত্রিপুরার বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে গেছেন বিপ্লব কুমার দেব। তিনি জানান, দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করলাম। আগরতলা থেকে এমন দুঃসংবাদ কিছু পরে এসে পৌঁছায় বাংলাদেশের চাঁদপুরের কচুয়াতে। এখানেই থাকেন বিপ্লব দেবের কাকা প্রাণধন দেব।

ভাইপোর নাম বিপ্লব রাখার পিছনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্মৃতি এমনই জানিয়েছিলেন। বাংলাদেশের চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা হিরুধন দেব ও মিনা রানি দেবের সন্তান বিপ্লব দেবের জন্ম হয় কচুয়াতেই।

২০১৮ সালে ত্রিপুরার টানা পঁচিশ বছরের সিপিআইএমের শাসন শেষ হয়। তেমন কোনও গণআন্দোলনে না থাকলেও দিল্লি থেকে এসে ক্ষমতার কেন্দ্রে পৌঁছে গেছিলেন বিপ্লব দেব। বিজেপির কাছে পরাজিত হয় সিপিআইএমের সরকার। ভারতের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মানিক সরকারের পতন হয়। সেই মুহূর্ত থেকে বিপ্লব দেব ছিলেন চর্চিত বাংলাদেশে।

 

ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক। ত্রিপুরার মু়খ্যমন্ত্রী থাকাকালীন মানিক সরকার ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেমন কূটনৈতিক সৌহার্দ্য ছিল তেমনই ছিল বিপ্লব দেবের সঙ্গে। মু়খ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার ঠিক আগে বিপ্লব দেব সর্বপ্রথম শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। এরপর টানা বিতর্ক ও দলীয় গোষ্ঠীকোন্দলে জর্জরিত হয় ত্রিপুরার বিজেপি ও আইপিএফটি জোট সরকার।

মহাভারতের যুগে ইন্টারনেট ছিলসহ একের পর এক হাস্যকর মন্তব্য করা বিপ্লব দেব ক্ষমতা থেকে সরলেন। ভাইপোর ক্ষমতাচ্যুত হওয়ায় বাংলাদেশি কাকার সেদেশে প্রভাব কিছু কমল। তবে কাকা প্রাণধন দেব বাংলাদেশের অন্যতম সংখ্যালঘু সংগঠন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য। তিনি চাঁদপুরের কচুয়া শাখার সভাপতি।

বাংলাদেশের অন্যতম সংখ্যালঘু সংগঠন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য। তিনি চাঁদপুরের কচুয়া শাখার সভাপতি।

খবর: kolkata24

Link copied!