ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি পরে নয়াপল্টনে পুলিশের অ্যাকশন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২২, ১০:৩১ পিএম

ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি পরে নয়াপল্টনে পুলিশের অ্যাকশন

বিশ্বকাপের উত্তাপ এবার নয়াপল্টনেও দেখা গেল। আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি পরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে অ্যাকশনে যান দুজন পুলিশ সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ভিডিও ফুটেজে দেখা যায় এ দৃশ্য।

ভিডিওতে দেখা গেছে, বিশ্বকাপের এই মৌসুমে পুলিশের দুজন সদস্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়েছিলেন হলুদ ও আকাশি-নীল পোশাক পরে। এ দৃশ্য সবার নজর কাড়ে।

আজ বুধবার বেলা তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। বিকেল সোয়া চারটার দিকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শুরু করে।

বিএনপি নেতাদের অভিযোগ, বিকেল ৩টার দিকে পুলিশ তাদের ওপর হামলা চালায়। সেসময় ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতারা জড়ো হচ্ছিলেন।

জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ গুলি চালিয়েছে। এটা বিএনপি নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশে পুলিশ হামলা করেছে। এতে দলের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।

Link copied!