সেপ্টেম্বর ২২, ২০২২, ১০:০০ এএম
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য আরও সেনা সমাবেশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের প্রতিবাদ করায় শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সেন্ট পিটার্সবার্গ ও মস্কোতে সবচেয়ে বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ান হিউম্যান রাইটস গ্রুপ ওভিডি-ইনফো জানিয়েছে, গ্রেফতারকৃতদের সংখ্যা ১ হাজারেরও বেশি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এর আগে গতকাল বুধবার রাশিয়া ও এর নাগরিকদের রক্ষায় যুদ্ধ করার জন্য আরও সেনা সমাবেশের নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই নির্দেশনার ফলে যারা কোনো এক সময় রুশ সেনাবাহিনীতে কাজ করেছেন বা প্রশিক্ষণ নিয়েছেন সেসব রিজার্ভিস্টদের এখন যুদ্ধ করার জন্য ডেকে পাঠানো হবে বলে নির্দেশ দেন তিনি।
এসময় তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি হুমকি দিয়ে বলেন, আমাদের দেশের আঞ্চলিক অখণ্ডতা যদি হুমকির মধ্যে পড়ে, রাশিয়া এবং এর জনগণকে রক্ষা করার জন্য আমরা সবরকমের পদক্ষেপ নেবো।
এদিকে রুশ প্রেসিডেন্টের এই ঘোষণার পর অনেকে রাশিয়া ছাড়ছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।