বিশ্বের বৃহত্তম অর্থনীতির ২০টি দেশের জোট-জি-২০ তে থেকে রাশিয়াকে বাদ দেওয়ার অধিকার অন্য কোনো দেশের নেই বলে মন্তব্য করেছে চীন।স্থানীয় সময় বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এ মন্তব্য করেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার সম্ভাবনা উত্থাপন করার পরেই বেইজিং বুধবার এমন বক্তব্য দিল।
‘জি-২০ হলো আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম’ উল্লেখ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “রাশিয়া এর গুরুত্বপূর্ণ সদস্য। কোনো সদস্যের অন্য দেশকে বহিষ্কার করার অধিকার নেই।”
ইউক্রেনে আগ্রাসনের কারণে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় রাশিয়া ধীরে ধীরে যখন বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছ, ঠিক এমন সময়ে এ ধরণের বক্তব্য দিয়ে মস্কোকে একপ্রকার কূটনৈতিক সুরক্ষাই দিলো বেইজিং।
বেইজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের পরই দুই দেশের নেতারা নিজেদের মধ্যে ‘সীমাহীন সম্পর্ক’র কথা ঘোষণা করেছেন।
প্রসঙ্গত, হোয়াইট হাউজের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গত মঙ্গলবার ইঙ্গিত দিয়েছিলেন যে, ইউক্রেনে আগ্রাসনের কারণে আন্তর্জাতিক এই ফোরাম থেকে রাশিয়াকে সরে যেতে চাপ দেয়া হবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ে রাশিয়ার মতো দেশের জন্য স্বাভাবিক ব্যবসা হতে পারে না। সুলিভানের এমন বক্তব্যের প্রেক্ষিতেই এমন মন্তব্য করলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন।