রাশিয়া-ইউক্রেনের দ্বিতীয় দফা বৈঠক আজ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২২, ০৯:৫৭ এএম

রাশিয়া-ইউক্রেনের দ্বিতীয় দফা বৈঠক আজ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধপরিস্থিতিতে দ্বিতীয় দফার শান্তি আলোচনা আজ বুধবার অনুষ্ঠিত হবে। ইউক্রেনের জেরকালো নেদেলি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস নিউজ।

এর আগে সোমবার প্রথম দফায় আলোচনা করে দুই পক্ষের প্রতিনিধিদল। তবে ওই বৈঠকে কোনো ফল আসেনি।

অপর আরেকটি ইউক্রেনীয় সংবাদমাধ্যম গ্লাভকম দেশটির প্রতিনিধিদলের সূত্রের বরাত দিয়ে জানায়, প্রথম দফার বৈঠকে রুশ প্রতিনিধিরা ইউক্রেনের কাছে জোটনিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি দাবি করে। রুশ প্রতিনিধিদল শর্তে জানায়, এ ব্যাপারে ইউক্রেনের পার্লামেন্ট বা গণভোটের মাধ্যমে স্থায়ী অবস্থান নিতে হবে ইউক্রেনকে। এছাড়া রুশ প্রতিনিধিদল শর্ত দেয়, রাশিয়া দ্বারা সদ্য স্বীকৃত দোনেস্কো ও লুহানেস্কো অঞ্চলকে প্রজাতন্ত্রের স্বীকৃতি দিতে হবে এবং ক্রিমিয়াকে আবার ইউক্রেনের সঙ্গে যুক্ত করার সব দাবি ছাড়তে হবে।

অন্যদিকে, ইউক্রেনের প্রতিনিধিদল আলোচনায় সবার আগে যুদ্ধবিরতি দাবি করে। এছাড়া ইউক্রেন থেকে সকল রুশ সেনাদের অবিলম্বে প্রত্যাহারেও শর্ত দেওয়া হয়। তবে ৫ ঘণ্টাব্যাপী ওই বৈঠকে দুই পক্ষ নিজ নিজ শর্তগুলো উপস্থাপন করে। এতে কোনো সিদ্ধান্ত আসেনি। বৈঠকটি বেলারুশ-ইউক্রেন সীমান্তবর্তী গোমাল অঞ্চলে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:

রুশ ফ্লাইট বন্ধ করলো যুক্তরাষ্ট্র

Link copied!