জুন ২৯, ২০২২, ০৬:২৯ পিএম
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বহিষ্কার করার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশপাশি রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি।
জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার জাতিসংঘে দেওয়া বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব কথা বলেন।
সম্প্রতি ইউক্রেনের মলে রাশিয়ার হামলার কথা উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “ওই হামলায় বহু বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত। এটা যুদ্ধও নয়, সন্ত্রাসী হামলা। বস্তুত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি ‘সন্ত্রাসী’ বলেও তিনি আখ্যা দেন।
ওই হামলার তদন্তের দাবি করেছেন জেলেনস্কি। একইসঙ্গে তিনি বলেছেন, এই ঘটনার পর রাশিয়াকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বহিষ্কার করা উচিত।
রাশিয়ার প্রতিক্রিয়া
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্টের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত বলেছেন, “নিরাপত্তা পরিষদ কারো পি আর ক্যাম্পেইনের জায়গা নয়। জেলেনস্কি এখানে এসে সেকাজই করছেন আরো অস্ত্র পাওয়ার জন্য। জাতিসংঘের উচিত এ কাজ বন্ধ করা।”
প্রসঙ্গত, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় মস্কো-কিয়েভের দ্বন্দ্ব আরও প্রকট হয়। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো।
তবে ওই কৌশল কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর দুদিন পর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।