চা শ্রমিকদের সার্বিক অবস্থা নিয়ে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ
চা শ্রমিকদের সার্বিক অবস্থা নিয়ে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে বই দুটির প্রকাশনা অনুষ্ঠান এয়োজন করে এর প্রকাশনা প্রতিষ্ঠান সোসাইটি ফর এনভায়রনম্যান্ট এন্ড হিউম্যান ডেভেলপম্যান্ট (সেড)।
“চা শ্রমিকের কথা” নামে ৪৪৮ পৃষ্ঠার বইটি সম্পাদনা করেছেন সেড’র পরিচালক ফিলিপ গাইন। এতে চা শ্রমিকদের বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা, জীবনযাত্রার চিত্র উঠে এসেছে। এছাড়াও আছে চা বাগানের নাম, সংখ্যা, উৎপাদিত চায়ের পরিমাণসহ বিস্তারিত তথ্য। এতে বিভিন্ন গবেষণার ফলাফল ও সংবাদপত্রের প্রতিবেদন সন্নিবেশিত হয়েছে।
অপর বইটির নাম “চা শ্রমিকের মজুরি: মালিকের লাভ, শ্রমিকের লোকসান”। চা শ্রমিকের মজুরি, ন্যায্য মজুরির জন্য আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। বইটির লেখক ফিলিপ গাইন।
প্রকাশনা অনুষ্ঠানে ফিলিফ গাইন, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ, মোহাম্মদ তানজিমুদ্দিন খান ও চা শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।