ঈদুল আজহা উপলক্ষে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কমলাপুর রেল স্টেশনে টিকিট প্রত্যাশীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদ যাত্রা উপলক্ষে আজ রবিবার ৭ জুলাইয়ের টিকিট বিক্রি হচ্ছে।
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভোর থেকেই রেলস্টেশনে টিকিট প্রত্যাশীরা ভিড় করেছেন। স্টেশনে রাত থেকে লাইনে দাঁড়িয়ে অনেকে টিকিট পেয়েছেন, আবারও কেউবা অপেক্ষা করছেন।
দর্শনার যাত্রী আল আমিন হোসেন বলেন, ‘‘রাত ৩টা বাজে লাইনে দাঁড়িয়েছি।’’ টিকিট পেয়ে হাসিমুখে বললেন, ‘‘স্বস্তিতে ঈদে বাড়ি যেতে পারবো।’’ সৈয়দপুরের যাত্রী তারেক হোসেন ভোর ৬টা থেকে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত টিকিট সংগ্রহ করতে পারেননি। আশায় আছেন শেষ পর্যন্ত টিকিট পাবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবার ঈদে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হচ্ছে। গতবারের মত এবারও ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট মিলছে অনলাইনে। কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।
স্টেশন সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাউন্টারে এবং অনলাইনে টিকিট বিক্রি করা হবে। টিকিট ক্রয়ের জন্য যাত্রীদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি দেখিয়ে টিকিট কাটতে হবে।
অন্যদিকে, ঈদের ফেরত টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই। ঈদ শেষে ফিরতি ট্রেনের ক্ষেত্রে ১১ জুলাইয়ের টিকিট পাওয়া যাবে ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট ১১ জুলাই পাওয়া যাবে।