নভেম্বর ১৬, ২০২৫, ১২:১৪ পিএম
ছবি: সংগৃহীত
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। রোববার সকাল ১০টায় প্রকাশিত এ ফলে দেখা গেছে, পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন, আর ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন শিক্ষার্থী।
বোর্ড সূত্র জানায়, এবারের খাতা চ্যালেঞ্জে ঢাকা বোর্ডে আবেদন করেছিলেন ৮৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী। পুনর্নিরীক্ষণে ২ হাজার ৩৩১ জনের ফল পরিবর্তন হয়েছে, আর গ্রেড পরিবর্তন হয়েছে ২ হাজার ৩৭৩ জনের।