জুন ১৫, ২০২২, ০৬:৩১ পিএম
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। বুধবার বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি মদিনার উদ্দেশে ৪১৭ হজযাত্রী নিয়ে চট্টগ্রাম ছেড়েছে। আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় ফ্লাইটটিও সমপরিমান যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সরাসরি মদিনাতে যাবে। এরপর মাঝখানে দুদিন বিরতি দিয়ে ১৯ জুন থেকে সরাসরি চট্টগ্রাম-জেদ্দা চলাচল শুরু হবে।যা চলবে ২ জুলাই পর্যন্ত।
বিমান বাংলাদেশ চট্টগ্রাম বিমানবন্দর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সলিম উল্লাহ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি গিণমাধ্যমকে বলেন, “চট্টগ্রাম থেকে মদিনা দিয়ে আমাদের ডেডিকেটেড হজ ফ্লাইট শুরু হয়েছে। ১৯ জুন থেকে চট্টগ্রাম-জেদ্দা রুটে আমাদের হজ ফ্লাইট শুরু হবে, চলবে ২ জুলাই পর্যন্ত। ১১টি ফ্লাইটের মধ্যে চট্টগ্রাম-মদিনা দুটি এবং চট্টগ্রাম-জেদ্দা ৯টি ফ্লাইট। এই ডেডিকেটেড ফ্লাইট ছাড়াও বাংলাদেশ বিমানের নিয়মিত শিডিউল ফ্লাইটেও যাত্রী পরিবহন করা হবে।”
সাড়ে ৫ হাজারের মতো হজ যাত্রী চট্টগ্রাম থেকে পরিবহনের আশা করছি উল্লেখ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই কর্মকর্তা আরও বলেন,“১১টি ডেডিকেটেড বা নিরবচ্ছিন্ন হজ ফ্লাইট ছাড়াও প্রতি সপ্তাহে ৪টি শিডিউল বা নিয়মিত ফ্লাইটে হজ যাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান। সবগুলো ফ্লাইট চালাবে বাংলাদেশ বিমান এবং বিলাসবহুল বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে। ঢাকা থেকে বাংলাদেশ বিমানের পাশাপাশি সৌদি এয়ারলাইন ও ফ্লাই নাস ফ্লাইট পরিচালনা করলেও চট্টগ্রাম থেকে ওই দুটি বিদেশি বিমান সংস্থার ফ্লাইট থাকছে না।”
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে এবার ৫৭ হাজার জন হজ করতে পারবেন। মোট যাত্রীর অর্ধেক যাবে সৌদি এয়ারলাইনস ও ফ্লাই নাস বিমান সংস্থায়। বাকি অর্ধেক বাংলাদেশ বিমানে। এরমধ্যে চট্টগ্রাম থেকে ৫৫০০ জন হজ করতে যাবেন।