পবিত্র ঈদে মিলাদুন্নবি ৯ অক্টোবর পালিত হবে

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৯:৫৪ পিএম

পবিত্র ঈদে মিলাদুন্নবি ৯ অক্টোবর পালিত হবে

দেশের আকাশে সোমবার কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

এই হিসাবে ১২ রবিউল আওয়াল অর্থাৎ ৯ অক্টোবর রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) পালিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। 

সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসানের সভাপতিত্বে কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় অন্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মুশফিকুর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. ছাইফুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী হাফিজুল আমিন উপস্থিত ছিলেন।

ইসলাম ধর্মের সর্বশেষ নবি ও রাসুল হযরত মুহাম্মদ (সা) এর জন্ম ও ওফাতের পুণ্যময় দিন ১২ রবিউল আউয়াল। সৌদি আরবের মক্কা নগরীতে ৫৭০ সালের এই দিনে মহানবি হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ সালের একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। শেষ নবির জন্ম ও মৃত্যুর এই দিনটি বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পালন করা হয়ে থাকে।

Link copied!