পর্যাপ্ত নির্বাপন ব্যবস্থা না থাকাতেই পারাবত এক্সপ্রেসে আগুন: রেল

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১২, ২০২২, ০৩:৩৫ পিএম

পর্যাপ্ত নির্বাপন ব্যবস্থা না থাকাতেই পারাবত এক্সপ্রেসে আগুন: রেল

পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকাতেই পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, শুরুতে রেলের লোকজন ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিল, কিন্তু আগুন নেভেনি।' মৌলভীবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, 'আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। পরে কমলগঞ্জ ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের পাওয়ার কার বগির জেনারেটর থেকে আগুনের সূত্রপাত। শমসেরনগর রেলস্টেশনের স্টেশন মাস্টার জামাল উদ্দিন বলেন, 'এ ঘটনায় সব মিলিয়ে প্রায় ৪ হাজার যাত্রী দুর্ভোগে পড়েন।' ঢাকা থেকে সিলেটগামী ওই ট্রেনে আগুন লাগার ঘটনায় ৩টি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। যদিও কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন, ওই ট্রেনে কোন অগ্নি নির্বাচন ব্যবস্থা ছিলো না। 

শনিবার দুপুর ১টায় শমসেরনগর বিমানবন্দরের কাছে ট্রেনের বগিতে আগুন লাগে বলে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান।

Link copied!