জুলাই ১০, ২০২২, ০৫:৪৯ পিএম
ঈদুল আজহার প্রথম দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রায় ১০ হাজার টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
রবিবার তিনি রাজধানীর মিরপুর-১ এর সনি সিনেমা হল এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণের কার্যক্রম পরিদর্শন এসে এ কথা বলেন।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে সন্ধ্যার মধ্যে বেশিরভাগ বর্জ্য অপসারণ করা। আমাদের ১০ হাজার লোক ও ৬০০ গাড়ি মাঠে আছে। আমরা ১২ ঘণ্টার মধ্যে কাজটি শেষ করতে পারবো বলে আশা রাখি।”
মেয়র বলেন, বর্জ্য অপসারণের লক্ষ্য অর্জনে সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা মাঠে রয়েছেন।
তিনি নগরবাসীকে নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার স্বার্থে আগামীকালের মধ্যে কোরবানি সম্পন্ন করতে অনুরোধ করেন।