সেপ্টেম্বর ১৫, ২০২১, ১০:১৭ পিএম
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কর্তৃপক্ষ বনবিভাগকে না জানিয়েই অর্ধশত বছরের বেশি পুরনো প্রায় ৫০টি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে।
গাছ কাটার যুক্তি হিসেবে রুয়েট কর্তৃপক্ষের দাবি, বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ও একাডেমিক ভবন নির্মাণের জায়গা তৈরি করতে এসব গাছ কেটে বিক্রি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. সেলিম হোসেন গণমাধ্যমে বলেন, আশির দশক থেকে ক্যাম্পাসে কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয়নি। সম্প্রতি সরকার ৬’শ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রকল্পের আওতায় রয়েছে ১০টি ১০ তলা ভবন নির্মাণ, যার জন্য মোট ৫০টি গাছ কাটা হবে।’ এরই মধ্যে ১৫টি গাছ কাটা হয়েছে বলেও তিনি জানান।
অধ্যাপক মো. সেলিম হোসেন আরও বলেন, ‘গাছ কাটার বিষয়টি পরিকল্পনা ও উন্নয়নের অফিস এবং রুয়েটের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার তদারকি করছে।’ তবে গাছ কাটার বিষয়ে কোনো অনুমতি বা পরামর্শ নেওয়া হয়নি বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আহমেদ নিয়ামুর রহমান।
তিনি গণমাধ্যমে বলেন, ‘সরকারি গাছ কাটার জন্য কর্তৃপক্ষের বাধ্যতামূলকভাবে অনুমোদন নেওয়া উচিত এবং বন বিভাগের উচিত গাছের দাম মূল্যায়ন করা।’
রুয়েট ক্যাম্পাসের সিনিয়র সহকারি নিরাপত্তা পরিচালক মো. জালাল উদ্দিন এ বিষয়ে গণমাধ্যমে বলেন, যথাযথ ক্রয় বিধি মেনে রুয়েটের কর্মচারি গোলাম মোস্তফার কাছে ১৫টি গাছ বিক্রি করা হয়েছে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, যেসব গাছ কাটা হয়েছে এবং কাটার জন্য নির্ধারণ করা হয়েছে সেগুলোর মধ্যে আম, লিচু,মেহগনি, কড়ই, মিনজিরি ও কৃষ্ণচূড়া রয়েছে।