বড় নোট দিলেই বিকল ভেন্ডিং মেশিন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২২, ০১:৪৫ পিএম

বড় নোট দিলেই বিকল ভেন্ডিং মেশিন

বহুল প্রতীক্ষিত মেট্রোরেল সাধারণ যাত্রীদের নিয়ে যাত্রা শুরু করেছে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)। মেট্রোরেলে চড়া নিয়ে যাত্রীদের অনেক আগ্রহ ও অপেক্ষা দেখা গেছে। তবে মেট্রোরেলের টিকিট ভেন্ডিং মেশিন ব্যবহারের ক্ষেত্রে বিপত্তিতে পড়েছে অনেকে।

মেট্রোরেলের টিকিট ভেন্ডিং মেশিনে ৫০০ বা ১০০০ টাকার নোট দিলেই সাময়িক সময়ের জন্য বিকল হয়ে যাচ্ছে।আগারগাঁও স্টেশনে থাকা ৬টি ভেন্ডিং মেশিনের মধ্যে কয়েকটি সাময়িক বন্ধ হয়ে গেলেও এখন সবকটিই সচল রয়েছে। যাত্রীর চাপ সামাল দিতে কাউন্টারে টিকিট বিক্রি চলছে। তবে ভেন্ডিং মেশিন যাতে বড় নোট (৫০০-১০০০) গ্রহণ করতে পারে সে জন্য মেট্রোরেলের ভেন্ডিং মেশিন সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা কাজ করছে।

ভেন্ডিং মেশিনের দায়িত্বে থাকা স্কাউট সদস্যরা জানিয়েছেন, মানুষকে বলেও ৫০০ থেকে ১০০০ টাকা নোট দেওয়া থেকে বিরত রাখা যাচ্ছে না। তাঁরা মেশিনে ৫০০ থেকে ১০০০ টাকা নোট দিলেই মেশিন সাময়িক বন্ধ হয়ে যাচ্ছে।

আগারগাঁও মেট্রোরেল স্টেশনের ভেন্ডিং মেশিনের কারিগরি দায়িত্বে থাকা খায়রুল ইসলাম বলেন, ৬০ ও ১০০ টাকার টিকিট কাটার জন্য ভেন্ডিং মেশিন প্রস্তুত করা হয়েছে। তবে ৫০০-১০০০ টাকার বড় নোট দেওয়ার কারণে মেশিন সাময়িকভাবে কাজ বন্ধ করে দিচ্ছে। এই সমস্যা নিরসনে আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করছেন। দ্রুতই ৫০০ ও ১০০০ টাকার নোট নিয়ে জটিলতা কেটে যাবে।

এর আগে, বৃহস্পতিবার সকালে আগারগাঁও স্টেশনে মেট্রোরেলে চড়তে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শুরুতে কিছু বিশৃঙ্খলা দেখা দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Link copied!