পরী মণির বিরুদ্ধে এবার গৃহকর্মীকে মারধরের অভিযোগ, থানায় জিডি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৪, ২০২৫, ০৫:৪৬ পিএম

পরী মণির বিরুদ্ধে এবার গৃহকর্মীকে মারধরের অভিযোগ, থানায় জিডি

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরী মণির বিরুদ্ধে এক গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২ এপ্রিল, পরীমণির বাসায়। এ ঘটনায় মারধরের শিকার পিংকি আক্তার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম এই ঘটনার তদন্ত শুরু করার কথা নিশ্চিত করেছেন।

গৃহকর্মী পিংকি আক্তারের অভিযোগ, তিনি পরীমণির এক বছর বয়সী মেয়ে শিশুর দেখাশোনা এবং খাবার খাওয়ানোর দায়িত্বে ছিলেন।

পিংকি আক্তার জানায়, ঘটনার দিন শিশুটি কান্না শুরু করলে, পরী মণির পরিচিত সৌরভ, যিনি মাঝেমধ্যে পরীর বাসায় আসেন, তাকে বলেন, শিশুটিকে সলিড খাবারের পরিবর্তে দুধ দেওয়া উচিত। পিংকি আক্তার তখন সৌরভকে জানান, শিশু কিছুক্ষণ আগে সলিড খাবার খেয়েছে এবং দুধ খাওয়ানো এখনো বাকি ছিল। এসময় পরী মণি মেকআপ রুম থেকে বের হয়ে পিংকিকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং শিশুর দুধ খাওয়ানোর ব্যাপারে তাকে তীব্র প্রতিবাদ জানান।

পিংকি আক্তারের অভিযোগ, পরী মণি তাকে মারধর শুরু করেন এবং তাকে একাধিক থাপ্পড় মারেন, যার ফলে তিনি তিনবার মাটিতে পড়ে যান। পরে তিনি বাম চোখে মারাত্মক আঘাত পান এবং এখনো কিছু দেখতে পারছেন না। পরী মণি তাকে আরও মারতে আসেন, তবে সৌরভ বাধা দেন।

পিংকি আক্তার আরও জানান, মারধরের পর তিনি কান্না করতে থাকেন এবং পরীমণির কাছে হাসপাতালের জন্য সাহায্য চান। পরী মণি তাকে যেতে নিষেধ করেন এবং বলেছিলেন, ‘তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। তোকে এখানেই মারবো এবং এখানেই চিকিৎসা করবো।’ এরপর সৌরভ তাকে বাধা দেন। একসময় পিংকি আক্তার অজ্ঞান হয়ে পড়েন।

এক ঘণ্টা পর পিংকি আক্তারের জ্ঞান ফিরলে, তিনি বাসার অন্য গৃহকর্মী বৃষ্টির সহায়তায় হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করেন। পরে তিনি কাদের নামে এক ব্যক্তি এবং জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে সাহায্য চান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, আরেক গৃহকর্মী তাকে বাসার নিচে নামিয়ে দেন। পিংকি আক্তার পরে রিকশা নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

এদিকে পিংকি আক্তার জানিয়েছেন, পরী মণির বাসায় তার সঙ্গে হওয়া ঘটনার পর তিনি এখন অসুস্থ এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

Link copied!