ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৯:০০ পিএম
তুরস্কে আঘাত হানা শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি। লণ্ডভণ্ড ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এখন পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করে রাজধানী আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়েছে। এসব বাংলাদেশির মধ্যে দুইজনকে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।
সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন। ছবি: সংগৃহীত
আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, “তুরস্কে বর্তমানে ৫-৭ হাজার বাংলাদেশি বসবাস করছেন। শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।”
প্রসঙ্গত, শক্তিশালী ভূমিকম্পে তছনছ হয়ে গেছে তুরস্ক-সিরিয়ার বেশ কয়েকটি শহর। দেখলে মনে হবে যেনো ধ্বংসস্তুপ। উদ্ধার কাজ চলছে পুরোদমে। মৃত্যুমিছিলে যোগ হচ্ছে নতুন নতুন মরদেহ। এ পর্যন্ত কয়েক হাজার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই তুরষ্কের। দেশটিতে সাত দিনের জাতীয় শোক চলছে। অন্যদিকে, সিরিয়ায়ও লাফিয়ে বাড়ছে প্রাণহানির সংখ্যা।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার লাইভ আপডেট তথ্যে বলা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ৮টা) ১৯ হাজার ৩৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কে ১৬ হাজার ১৭০ জন রয়েছেন। অন্যদিকে, সিরিয়ায় মৃত্যুসংখ্যা ৩ হাজার ১৬২।