যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাঠানো ২৫০ আইসিইউ ভেন্টিলেটর পৌঁছল ঢাকায়

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৪, ২০২১, ১০:৫৮ পিএম

যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাঠানো ২৫০ আইসিইউ ভেন্টিলেটর পৌঁছল ঢাকায়

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী চিকিৎসকদের পাঠানো ২৫০টি আইসিইউ ভেন্টিলেটর ঢাকায় পৌঁছেছে আজ শনিবার (২৪ জুলাই)। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত সাড়ে আটটার দিকে এই পোর্টেবল ভেন্টিলেটরগুলো এসে পৌঁছায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহ বিমানবন্দরে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ভেন্টিলেটরগুলো এসে পৌঁছেছে এবং এগুলো গ্রহণ করার জন্য বিমানবন্দরে এসেছি। তিনি জানান, এগুলো পর্যায়ক্রমে বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ও প্রবাসী বাংলাদেশি জিয়াউদ্দিন আহমেদ ভেন্টিলেটরগুলো বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছেন। তাকে সহযোগিতা করেছেন আরও কয়েকজন বাংলাদেশি চিকিৎসক।

বাংলাদেশের গরিব ও দুস্থ করোনা রোগীদের চিকিৎসার জন্য আমেরিকার বাঙালি চিকিৎসকদের গড়া সংগঠন অপশিনি বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় ঢাকায় পাঠানো হয়েছে এই ২৫০ পোর্টেবল ভেন্টিলেটর। এই ভেন্টিলেটরগুলোর নাম ‘কোভেন্টস ভেন্টিলেটর’। যার এক একটির মূল্য সাড়ে ৮ থেকে ১০ লাখ টাকা।

ভেন্টিলেটরগুলো আজ যুক্তরাষ্ট্র থেকে প্রথমে ভারতের রাজধানী দিল্লিতে এসে পৌঁছায়। সেখান থেকে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইমরান তা গ্রহণ করেন। পরে বিকেলে দিল্লি-ঢাকা ফ্লাইটে ভেন্টিলেটরগুলো ঢাকায় পাঠানো হয়।

Link copied!