তীব্র গরমে অনাবৃষ্টি থেকে মুক্তি চেয়ে রাজধানীতে বিশেষ নামাজ আদায়

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৩, ০৫:৪২ পিএম

তীব্র গরমে অনাবৃষ্টি থেকে মুক্তি চেয়ে রাজধানীতে বিশেষ নামাজ আদায়

স্মরণকালের সর্বোচ্চ গরমে বিপর্যস্ত হয়ে আছে জনজীবন। তীব্র তাপপ্রবাহে কয়েকদিন ধরে নাজেহাল দেশবাসী। এই তীব্র গরম শীঘ্রই কমার কোনো সম্ভাবনাও নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় রাজধানীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় আফতাবনগর এল ব্লক খেলার মাঠে নামাজ ইস্তিসকার সালাত (বৃষ্টির জন্য বিশেষ নামাজ) অনুষ্ঠিত হয়। সর্বস্তরের প্রায় শতাধিক মুসল্লি নিয়ে নামাজে ইমামতী করেন আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ইসলামী বক্তা শায়খ আহমাদ উল্লাহ।

বৃষ্টি হলে গরম কমে যাবে তাই বৃষ্টি চেয়ে একত্রে নামাজ আদায় জানিয়ে মুসল্লিরা বলেন, কয়েকদিন ধরে তীব্র গরমে মানুষ প্রচণ্ড কষ্ট পাচ্ছে। এই অবস্থায় বৃষ্টি হওয়াটা খুব দরকার। বৃষ্টি হলে গরম কমে যাবে। আল্লাহ তা’আলা সালাতের মাধ্যমে বৃষ্টি বা পানি চাইতে বলেছেন। তাই আমরা সবাই একত্রে নামাজ আদায় করেছি।

নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের জল ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্যও দোয়া করা হয়।

এদিকে সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

Link copied!