পুলিশ নিরীহ কাউকে হয়রানি করবে না

নিষিদ্ধ সংগঠনের বিষয়ে পুলিশের হুশিয়ারি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৪:৩৩ এএম

নিষিদ্ধ সংগঠনের বিষয়ে পুলিশের হুশিয়ারি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

নিষিদ্ধ সংগঠনের বিষয়ে পুলিশের হুশিয়ারি

সাম্প্রতিক সময়ে হিযবুত তাহরীরের মতো বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তৎপরতা পুলিশের নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।


শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম পুলিশ কমিশনার কার্যালয়ে বিভাগীয় পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চট্টগ্রামে হিযবুত তাহরীরের তৎপরতার বিষয়ে এ সময় পুলিশের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে আইজিপি বলেন, ‘হিযবুত তাহরীর জঙ্গি সংগঠন। সে ব্যাপারে আমাদের মামলা হয়েছে। আমাদের গ্রেপ্তার অভিযান চলছে, চলবে। জঙ্গির ক্ষেত্রে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।’


এ সময় আইজিপি বলেন, বিনা অপরাধে যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাঁদের ভয় পাওয়ার কারণ নেই। পুলিশ নিরীহ কাউকে হয়রানি করবে না বলেও  মন্তব্য করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. ময়নুল ইসলাম। 

না বুঝে বাদীরা অনেক আসামি করে মামলা করছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, এতে মামলার ভিত্তি নষ্ট হয়। সারা দেশের পুলিশকে এসব মামলার ক্ষেত্রে সর্তক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের মামলা হলেই কাউকে বিনা কারণে গ্রেপ্তার করা হবে না বলেও জানান তিনি।


পুলিশ এখন জনগণের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে উল্লেখ করে বাহিনীর ভেতর অর্থবহ সংস্কার চলছে বলেও মন্তব্য করেন পুলিশ প্রধান। এর বাইরে চট্টগ্রামসহ সারা দেশে বিভিন্ন ক্ষতিগ্রস্ত থানা বিকল্প উপায়ে কাজ করছে বলে জানান তিনি।

স্বল্প সময়ের মধ্যে পুলিশের ওপর আবারও জনগণের আস্থা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

Link copied!