রাজধানীতে ১৭ জুলাই শুরু কোরবানির পশুর হাট

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২১, ১০:৪৪ পিএম

রাজধানীতে ১৭ জুলাই শুরু কোরবানির পশুর হাট

আগামী ১৭ জুলাই থেকে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটিকরপোরেশনে (ডিএনসিসি) কোরবানির পশুর হাট শুরু হবে। কোরবানির পশুর এই হাট চলবে ২১ জুলাই পর্যন্ত।

এবারে দুই সিটি করপোরেশনে মোট ২১ টি পশুর হাট বসানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে ১টি স্থায়ী ও ১০টি অস্থায়ী এবং উত্তর সিটি করপোরেশনে ১টি স্থায়ী ও ৯টি অস্থায়ী হাট বসবে।

এর আগে, শুক্রবার (৯ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে চলমান করোনা মহামারি বিবেচনায় তিনটি পশুর হাট বাতিল করেছে।

বাতিল হেওয়া পশুর হাটগুলো হলো- ১. লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা। ২. আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা। ৩ শ্যামপুর কদমতলী বাসস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা।

এদিকে সোমবার (১২ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, করোনা সংক্রমণ রোধে সরকার সারা দেশে কোরবানির পশু ক্রয়–বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। খামারি ও ক্রেতাসাধারণকে কোরবানির পশু অনলাইনে ক্রয়–বিক্রয়ের অনুরোধ করা হচ্ছে।

ঢাকার  দুই সিটিকরপোরেশনের মধ্যে ঢাকা ‍উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গত বছরের মত এবারেও কোরবানির পশু কেনাবেচার জন্য ডিজিটাল পশুর হাট চালু রেখেছে।  শুধু তাই নয়, কোরবানির হাট থেকে পশু কিনলে ঈদ উল আজহার দিন তা কোরবানি দেওয়ার পর পশুক্রেতার বাসায় মাংস পৌছে দেওয়ারও ব্যবস্থা রেখেছে ডিএনসিসি।

ডিএসসিসির অস্থায়ী ১০ হাট

১. হাজারীবাগ এলাকার ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠ-সংলগ্ন উন্মুক্ত এলাকা, ২.শ্যামপুর থানার পোস্তগোলা শ্মশানঘাট-সংলগ্ন আশপাশের খালি জায়গা, ৩. মেরাদিয়া বাজার-সংলগ্ন আশপাশের খালি জায়গা,৪. ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত জায়গা, ৫.আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ, সেকশন ১ ও ২-এর খালি জায়গা, ৬. সায়েদাবাদের গোলাপবাগস্থ দক্ষিণ সিটি করপোরেশনের মার্কেটের পেছনের খালি জায়গা, ৭. উত্তর শাহজানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের ক্লাব-সংলগ্ন আশপাশের খালি জায়গা, ৮, যাত্রবাড়ীর দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ৯.  ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা এবং  ১০. লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা।

ডিএনসিসি’র অস্থায়ী ৯ হাট

১,বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাব নগর) ব্লক-ই, সেকশন-৩ এর খালি জায়গা, ২. কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, ৩. ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রীজ সংলগ্ন মস্তুল ডুমনী বাজারমুখী রাস্তার উভয় পাশ্বের খালি জায়গা, ৪.উত্তরখান মৈনারটেক শহিদ নগর হাউজিং (আবাসিক) প্রকল্পের খালি জায়গা, ৫.উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন হতে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা,৬. ভাটারা (সাইদনগর) অস্থায়ী পশুর হাট, ৭. মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট সড়ক সংলগ্ন রাজধানী হাউজিং, ৮. স্বপ্নধারা হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা এবং ৯. ওয়ার্ড নং-৪৩ এর আওতাধীন ৩০০ ফুট সড়ক সংলগ্ন উত্তর পাশের সালাম স্টিল লিমিটেড ও যমুনা হাউজিং কোম্পানি এবং ব্যক্তিমালিকানাধীন খালি জায়গা।

Link copied!