গোপনে ছবি তোলার প্রতিবাদ করায় নারীর ওপর হামলা ও হত্যার হুমকির অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩০, ২০২৫, ১১:১৪ পিএম

গোপনে ছবি তোলার প্রতিবাদ করায় নারীর ওপর হামলা ও হত্যার হুমকির অভিযোগ

ঢাকার গ্রিন রোড এলাকায় গোপনে ছবি তোলার প্রতিবাদ করায় এক নারী শারীরিকভাবে লাঞ্ছিত হত্যার হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নাম শাকিলা জেরিন।

ঘটনাটি ঘটে ২৭ মে (মঙ্গলবার) বিকেলে, গ্রিন রোডের ২৮ নম্বর বাড়িগ্রিন কর্নার’-এ। 

অভিযোগ অনুযায়ী, বিকেল ৪টার দিকে শাকিলা তার অফিসের পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন। সে সময় তিনি লক্ষ্য করেন, ওই ভবনের গার্ডরুম থেকে এক ব্যক্তি মোবাইল ফোনে তার ছবি ভিডিও ধারণ করছেন। বিষয়টি বুঝতে পেরে তিনি ভবনের গ্যারেজে গিয়ে নিরাপত্তাকর্মীর কাছে এর কারণ জানতে চান। প্রথমে তিনি অস্বীকার করলেও, ফোনের গ্যালারি দেখতে চাইলে তাকে গার্ডরুমে নিয়ে যান। ফোন খুলে দেখা যায়, প্রথম ছবিটিই শাকিলার।

ছবিটি মুছে দিতে বললে নিরাপত্তাকর্মী তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং শারীরিকভাবে আক্রমণ করেন। এরপর তার সহকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে ফোনে আরও কিছু ছবি দেখতে পান।

প্রায় ১০ মিনিট পর সাগর নামের একজন ব্যক্তি আরও কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে আসেন। তাদের সামনে নিরাপত্তাকর্মী সালাম ক্ষমা চাইলে শাকিলা গুগল ফটোস ফোনের ট্র্যাশ থেকে ছবিগুলো মুছে ফেলতে পাসওয়ার্ড চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এরপর ফোনটি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে আবারো ধস্তাধস্তি হয় এবং শাকিলা আবারও হামলার শিকার হন।

পরবর্তীতে সাগর অপর একজন ব্যক্তি ফোন ফেরত নিতে শাকিলার অফিসে গেলে তিনি ৯৯৯- ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অভিযুক্ত সালাম ততক্ষণে পালিয়ে যান।

অভিযোগে আরও বলা হয়েছে, পুলিশের উপস্থিতিতেও একদল ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, নারী বিদ্বেষমূলক মন্তব্য করে এবং হত্যার হুমকি দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা করলে শাকিলা দৌড়ে অফিসে আশ্রয় নেন। পরে ওই দলটি অফিসের সামনেও অবস্থান নেয়, যার ফলে তিনি আবারও প্রশাসনের সাহায্য চান।

শাকিলা জানান, ঘটনার পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অফিস কিংবা বাসা থেকেও বের হতে পারছেন না। তিনি দ্রুত প্রশাসনের কার্যকর সহায়তা কামনা করেছেন।

বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!