মার্কিন দূতাবাস ছাড়লেন বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৮:২১ পিএম

মার্কিন দূতাবাস ছাড়লেন বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল

ভিসা পেয়েছেন কিনা এ বিষয়ে এমরান আহম্মদকের বারবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি।

আশ্রয় চেয়ে সপরিবারে ঢাকার মার্কিন দূতাবাসে হাজির হওয়া বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়া দূতাবাস ত্যাগ করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ভিসা পেয়েছেন কিনা এ বিষয়ে এমরান আহম্মদকের বারবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। 
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে বলেন, দুই ঘণ্টা আগে পরিবার নিয়ে বরখাস্ত ডিএজি এমরান আহম্মদ ভূঁইয়া ঢাকার মার্কিন দূতাবাসে এসেছিলেন। কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে গেছেন। ব্যক্তিগত কাজে হয়ত তিনি এসেছিলেন। 

গত ৪ সেপ্টেম্বর ডিএজি এমরান সাংবাদিকদের বলেন, ‘শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে সই করব না।’

পরদিন আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘চিঠিতে সই না করার বক্তব্য দিয়ে এমরান শৃঙ্খলা ভঙ্গ করেছেন।’

পরে আজ শুক্রবার এসে ডিএজি এমরানকে অব্যাহতি দিয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর (জিপি/পিপি শাখা) অনুবিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সলিসিটর রুনা নাহিদ আকতার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘দ্য বাংলাদেশ ল অফিসারস অর্ডার, ১৯৭২‍‍` এর ৪(১) অনুচ্ছেদ অনুসারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার নিয়োগাদেশ জনস্বার্থে বাতিলক্রমে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

 

Link copied!