ডিএমপির ২৯টি থানায় কার্যক্রম শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২৪, ০৫:৪৩ পিএম

ডিএমপির ২৯টি থানায় কার্যক্রম শুরু

ডিএমপি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২৯টি থানায় সেবা কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সেনা সদস্যদের পাহারায় পুলিশ সদস্যরা তাদের কর্মস্থলে যোগদান করেন।

জানা গেছে, হামলা হয়নি বা অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত থানায় আজ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে- গুলশান, তেজগাঁও, রমনা, কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, কোতোয়ালি, চকবাজার, সূত্রাপুর, ডেমরা, গেন্ডারিয়া, মতিঝিল, সবুজবাগ, শাহজাহানপুর, শেরেবাংলা নগর, হাতিরঝিল, শাহ আলী, কাফরুল, ভাষানটেক, দারুসসালাম, রূপনগর, ক্যান্টনমেন্ট, বনানী, উত্তরা পশ্চিম, উত্তরখান ও বিমানবন্দর থানা।

এদিকে যেসব থানায় হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে, সেসব থানায় পুলিশ সদস্যরা এলেও কাযক্রম শুরু হয়নি। ফলে ডিএমপির ২১ থানার কার্যক্রম শুরু হয়নি।

নিজের থানার অবস্থা জানিয়ে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া গণমাধ্যমকে জানান, দুপুর ১২টা পর্যন্ত পারিবারিক ঘটনায় থানায় মাত্র একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনারকে ফোন করে পাওয়া যায়নি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে বঙ্গভবনে পদত্যাগপত্রে সই করার পর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতের উদ্দেশে যাত্রা শুরু করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শেখ হাসিনার দেশ ছাড়ার পর রাজধানীর একাধিক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথিও লুট হয়। এই দেশব্যাপী পুলিশ ব্যবস্থা ভেঙে পড়ে।

Link copied!