ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে।
রাজধানীর নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে।
মহানগর ডিবির এক উচ্চপদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা যায়, নাহিদুল ইসলাম মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ছমির উদ্দিনের বড় ছেলে ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত।