সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০২:৩৮ পিএম

সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

‘মঞ্চ ৭১’ এর অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে ‘সরকারবিরোধী ষড়যন্ত্রের’ অভিযোগে যে মামলায় কারাগারে পাঠানো হয়েছিল, এবার সেই মামলায় সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হল।

ঢাকা মহানগর পুলিশ মঙ্গলবার এক বার্তায় ভূঁইয়া সফিকুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানায়।

জানতে চাইলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, “শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। লতিফ সিদ্দিকী, আবু আলম শহীদ খানসহ অন্যদের সাথে গোপন আঁতাতের বিষয়ে তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।” খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ভূঁইয়া সফিকুল ইসলাম ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। পরে ২০১৫ সালে তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয়।

এক সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বও তিনি পালন করেছেন। অবসরের পর তিনি লেখালেখি ও সংগীত চর্চাতেই বেশি সময় দিচ্ছিলেন। তার লেখা ডজনখানেক বই রয়েছে, নিজের লেখা গনের সিডিও প্রকাশ করেছেন সফিকুল ইসলাম।

এক দিন আগে আরেক সাবেক সচিব আবু আলম শহীদ খানকে এ মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়, যিনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নিয়মিত টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে অংশ নিতেন।

গত ২৮ অগাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর আয়োজনে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা সভায় ‘মব’ হামলার হন সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী কয়েকজন।

সেখান থেকে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাদের শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

আবু আলম শহীদ খানকে গ্রেপ্তারের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, তিনিও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ‘সরকাবিরোধী ষড়যন্ত্রের’ সঙ্গে যুক্ত ছিলেন।

এবার ভূঁইয়া সফিকুল ইসলামকে গ্রেপ্তারের পর অন্যদের সাথে তার ‘গোপন আঁতাতের’ তথ্য পাওয়ার কথা বলা হল।

Link copied!