স্বাভাবিক হচ্ছে নেপাল, দেশব্যাপী কারফিউ প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০২:৩৫ পিএম

স্বাভাবিক হচ্ছে নেপাল, দেশব্যাপী কারফিউ প্রত্যাহার

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর হিসেবে শপথগ্রহণের একদিন পরই সরকার দেশব্যাপী কারফিউ ও অন্যান্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।

প্রাথমিকভাবে নেপাল সেনা কারফিউ জারি করেছিল শনিবার সকাল ৬টা পর্যন্ত। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আজ সকালে স্বাভাবিকভাবে গণপরিবহন চলাচল শুরু করেছে। 

কাঠমান্ডু থেকে দেশের অন্যান্য অঞ্চলের দীর্ঘ দূরত্বের বাসগুলোও চলাচল শুরু করেছে। কিছু যানবাহন ইতিমধ্যে শুক্রবার সন্ধ্যায় গঙ্গাবু বাস পার্ক থেকে রাজধানী ত্যাগ করেছে। কাঠমান্ডু উপত্যকায় যানজট ও মানুষজনের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে।

শুক্রবার রাতে শীতল নিবাসে এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রাম চন্দ্র পাওডেলের কাছে শপথ নেওয়া কার্কির পদায়ন হয়েছে। এটি এমন সময়ে হচ্ছে যখন জেনারেশন জেডনেতৃত্বাধীন আন্দোলন সংসদ ভাঙা এবং অ-দলীয় অন্তর্বর্তী সরকার গঠনের দাবি জানাচ্ছিল।

নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব নেওয়া কার্কি এখন এমন একটি সরকারের নেতৃত্ব দেবেন, যা আগামী ছয় মাসের মধ্যে নতুন সংসদীয় নির্বাচন আয়োজন এবং ক্ষমতার হস্তান্তর নিশ্চিত করবে। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।

Link copied!