মোবাইলে চালু রাখুন ভূমিকম্প এলার্ট

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০১:০৯ পিএম

মোবাইলে চালু রাখুন ভূমিকম্প এলার্ট

ছবি কম্পোজ: দ্য রিপোর্ট ডট লাইভ

শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর রাজধানীতে শনিবার আবারও কম্পন অনুভূত হয়েছে, সকালে ৩.৩ মাত্রার এবং সন্ধ্যায় খুব অল্প ব্যবধানে পরপর দুটি কম্পন। ভূমিকম্প বিশেষজ্ঞরা জানান, বড় ধরনের কম্পনের পর এমন দফায় দফায় কাঁপুনিকে আফটারশক হিসেবে ধরা হয় এবং ৭২ ঘণ্টা পর্যন্ত এ ধরনের কম্পন অনুভূত হওয়া স্বাভাবিক। যদিও  নতুন এসব কম্পনে ক্ষয়ক্ষতির কোনো খবর নেই, তবুও নগরবাসী অস্বস্তি ও উদ্বেগে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে আতঙ্ক না ছড়িয়ে সতর্ক থাকা ও প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প সচেতনতার পাশাপাশি প্রযুক্তিগত প্রস্তুতিও জরুরি। তারা জানান, অ্যান্ড্রয়েড ফোনে গুগলের Earthquake Alerts ফিচার চালু থাকলে ভূমিকম্প শুরু হওয়ার ঠিক আগে অথবা কম্পন শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পাওয়া সম্ভব। এতে জরুরি মুহূর্তে আশ্রয় নেওয়া, নিরাপদ স্থানে সরে যাওয়া এবং ঝুঁকি কমানোর সুযোগ তৈরি হয়।

গুগল এই সতর্কবার্তা পাঠায় ফোনের সেন্সর এবং আন্তর্জাতিক ভূকম্পন ডেটার ভিত্তিতে। যদিও এটি কোনো পূর্বাভাস নয়, তবুও কয়েক সেকেন্ডের অ্যালার্ট অনেক ক্ষেত্রে জীবন রক্ষা করতে পারে। বাংলাদেশে এই সিস্টেম এখনও পুরোপুরি সক্রিয় না হলেও অনেক ব্যবহারকারী নোটিফিকেশন পাওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি “earthquake near me” সার্চ করলেও রিয়েলটাইম তথ্য দেখা সম্ভব।

কীভাবে মোবাইলে ভূমিকম্প এলার্ট চালু করবেন

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নির্দেশনা:

Location অন করুন

Emergency Alerts / Safety & Emergency থেকে Earthquake Alerts সক্রিয় করুন

Google Play Services আপডেট রাখুন

এলার্ট পাওয়ার জন্য অবশ্যই মোবাইলের ডেটা বা Wi-Fi সংযোগ সচলখতে হবে

ডিভাইসটি গুগলের অফিসিয়াল অ্যানড্রয়েড ভার্সন হলে অ্যালার্ট দ্রুত পাওয়া যায়

 

কেন এটি গুরুত্বপূর্ণ

আকস্মিক কম্পনে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা

আতঙ্ক নয়, প্রস্তুতি বাড়ানোর কার্যকর উপায়

লিফট, ট্রেন বা গাড়িতে থাকলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ হয়

 

বিকল্প যে অ্যাপগুলো সহায়তা দিতে পারে

MyShake

EMSC LastQuake

 

নিরাপত্তা পরামর্শ

দৌড়াবেন না

লিফট ব্যবহার করবেন না

ভারী বস্তু, জানালা ও দেয়াল থেকে দূরে থাকুন

বাইরে থাকলে খোলা স্থানে অবস্থান করুন

 

আইফোনে (আইওএস) ভূমিকম্প অ্যালার্ট চালু করার উপায়

অ্যাপল আইফোন অফিসিয়াল দুর্যোগ সতর্কবার্তার জন্য Emergency Alerts ব্যবহার করে। যে দেশগুলোতে ভূমিকম্প অ্যালার্ট সাপোর্টেড, সেখানে এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে।

অন করার ধাপ

Settings থেকে নিচে স্ক্রল করে Notifications নির্বাচন করুন 

নিচের দিকে Government Alerts সেকশন পাবেন

Emergency Alerts এবং Public Safety Alerts – উভয় অপশন ON করে দিন

 

মনে রাখবেন ফোনে Do Not Disturb বা Silent Mode থাকলেও জরুরি সতর্কবার্তা বাজবে

Location services চালু থাকলে অ্যালার্ট আরও নির্ভুলভাবে পাওয়া যাবে

 

গুগল ম্যাপ ও অ্যানড্রয়েড সেন্সর কীভাবে কাজ করে?

গুগল অ্যানড্রয়েড ফোনের অ্যাক্সিলারোমিটার ব্যবহার করে ভূমিকম্পের কম্পন শনাক্ত করে। একই এলাকার অনেক ফোন একই সময়ে কম্পন বুঝলে গুগলের সার্ভার দ্রুত বিশ্লেষণ করে নোটিফিকেশন পাঠায়। ফলে কম্পনের কেন্দ্র থেকে দূরে থাকা মানুষ কয়েক সেকেন্ড আগেই সতর্কবার্তা পায়।

 

 

Link copied!